সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার হত্যা মামলার রায় স্থগিত ৩ মার্চ পর্যন্ত

বলিউড তারকা সলমন খানের বিরুদ্ধে দু’টি মামলার রায় স্থগিত রাখলেন বিচারক। যোধপুর আদালতে তাঁর বিরুদ্ধে সংরক্ষিত বন্য প্রাণী হত্যা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা চলছিল। সেই মামলার রায় দেওয়ার কথা ছিল বুধবার। আগের শুনানিতে দাখিল করা চারটি অভিযোগের ভিত্তিতে এই মামলার ৯ সাক্ষীর ফের জবানবন্দি নেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। সে কারণেই বিচারক আগামী ৩ মার্চ পর্যন্ত মামলার রায় স্থগিত রাখেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১১
Share:

সলমন খান। নিজস্ব চিত্র।

বলিউড তারকা সলমন খানের বিরুদ্ধে দু’টি মামলার রায় স্থগিত রাখলেন বিচারক। যোধপুর আদালতে তাঁর বিরুদ্ধে সংরক্ষিত বন্য প্রাণী হত্যা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা চলছিল। সেই মামলার রায় দেওয়ার কথা ছিল বুধবার। আগের শুনানিতে দাখিল করা চারটি অভিযোগের ভিত্তিতে এই মামলার ৯ সাক্ষীর ফের জবানবন্দি নেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। সে কারণেই বিচারক আগামী ৩ মার্চ পর্যন্ত মামলার রায় স্থগিত রাখেন। এ দিন অবশ্য বলিউড তারকা সলমন অসুস্থতার জন্য আদালতে হাজিরা দেননি।

Advertisement

অভিযোগ ওঠে, ১৯৯৮ সালের ১২ অক্টোবর রাতে একটি বলিউড সিনেমার শ্যুটিং চলাকালীন সলমন এবং কয়েক জন যোধপুরের কাছে একটি গ্রামে গুলি করে দু’টি কৃষ্ণসার হরিণ শিকার করেন। এমনকী, যে আগ্নেয়াস্ত্র তাঁরা ব্যবহার করেছিলেন তার লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল বলে অভিযোগ। এর পরেই যোধপুর থানায় তাঁদের বিরুদ্ধে সংরক্ষিত বন্য প্রাণী হত্যা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার মামলা রুজু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement