হাসনাবাদে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৪ ১৭:১২
Share:

উত্তর ২৪ পরগনার হাসনাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফতিমা বিবি (৫১)।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসনাবাদের আমতলা গ্রামে ছ’বছরের নাতনিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফতিমা বিবি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ফতিমা বিবির উপর। ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে নাতনি ইরিনা খাতুন অল্পের জন্য বেঁচে যায়। তাঁর শরীরে সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের বিক্ষোভের মুখে পড়ে। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ হয়। গুরুতর আহত হন পাঁচ পুলিশকর্মী। তাঁদের বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাফ নামানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement