হরিণঘাটায় লরি-বাইক ধাক্কায় মৃত্যু

লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে, তাঁর নাম বাবন রাজ (২৫)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার বুড়িবটতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে । ওই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। সৌরভ পাল নামে আহত ওই যুবককে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি চাকদহ থানার রাউতাড়ি এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৫ ১৬:২৮
Share:

লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে, তাঁর নাম বাবন রাজ (২৫)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার বুড়িবটতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে । ওই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। সৌরভ পাল নামে আহত ওই যুবককে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি চাকদহ থানার রাউতাড়ি এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানানো হয়েছে, মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা মারায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে । ঘটনার পর চালক লরি নিয়ে চম্পট দেয়। বাইকটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, এ দিন সকালে মোটরবাইকে ওই দুই যুবক বাড়ি থেকে বিরহীর দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা লরির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান বাবন। আহত অবস্থায় সৌরভকে প্রথমে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কল্যাণীর ওই হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement