Fake Call Center

কসবা, পর্ণশ্রীতে বসে আমেরিকায় ফোন করে প্রতারণা! বেআইনি কলসেন্টারে কলকাতা পুলিশের অভিযান, গ্রেফতার আট

বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কসবা থানার অন্তর্গত নস্করহাট ব্যানার্জি রোডে তল্লাশি চালায় পুলিশ। সে সময় এম সঞ্জয় নামে এক ব্যক্তিকে জেরা করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫০
Share:

প্রতারণার অভিযোগে পর্ণশ্রী থেকে ধৃত সাত জন। — নিজস্ব চিত্র।

কসবা, পর্ণশ্রীতে বসে আমেরিকায় ফোন করে প্রতারণার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কম্পিউটার বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস আপলোড করার নামে গোপন তথ্য জেনে ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। বেআইনি কলসেন্টার চালানোর অভিযোগে কসবা এবং পর্ণশ্রী এলাকায় তল্লাশি চালিয়ে দু’টি মামলায় মোট আট জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। কসবা থেকে এক জন এবং পর্ণশ্রী থেকে সাত জন গ্রেফতার হয়েছেন।

Advertisement

বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কসবা থানার অন্তর্গত নস্করহাট ব্যানার্জি রোডে তল্লাশি চালায় পুলিশ। সে সময় এম সঞ্জয় নামে এক ব্যক্তিকে জেরা করা হয়। জেরায় পুলিশ জানতে পারে, আমেরিকায় বিভিন্ন ব্যক্তিকে ফোন করে প্রতারণা করেন ৩৯ বছরের সঞ্জয়। সমাজমাধ্যমের একটি গ্রুপ থেকে সেই তথ্য পেয়েছিলেন তিনি। শনিবার ভোরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। একটি মোবাইল, একটি রাউটার এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

অন্য দিকে, শনিবার গভীর রাতে পর্ণশ্রীর একটি ঠিকানায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে সাত জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, আমেরিকায় লোকজনকে ফোন করে নিজেদের একটি অ্যান্টিভাইরাস সংস্থার কর্মী বলে পরিচয় দিতেন অভিযুক্তেরা। ভুয়ো নথি দেখিয়ে তাঁদের কম্পিউটার বা ল্যাপটপ রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন। আর তা করেই আমেরিকার লোকজনের থেকে প্রচুর ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই সাত জনের বিরুদ্ধে। অভিযুক্তদের থেকে ছ’টি মোবাইল ফোন, পাঁচটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement