২০১৫-র ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সচিন

সচিন তেন্ডুলকরকে ফের ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করল আইসিসি। এর আগে ২০১১-র বিশ্বকাপে তাঁকে এই দায়িত্ব সঁপেছিল আইসিসি। শুধু একটাই ফারাক, এর আগের বিশ্বকাপে খেলোয়াড় থাকাকালীনই এই দায়িত্ব পেয়েছিলেন সচিন। কিন্তু এ বার সেই দায়িত্ব পেলেন এক জন প্রাক্তন খেলোয়াড় হিসাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ১৭:২৯
Share:

—ফাইল চিত্র।

সচিন তেন্ডুলকরকে ফের ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করল আইসিসি। এর আগে ২০১১-র বিশ্বকাপে তাঁকে এই দায়িত্ব সঁপেছিল আইসিসি। শুধু একটাই ফারাক, এর আগের বিশ্বকাপে খেলোয়াড় থাকাকালীনই এই দায়িত্ব পেয়েছিলেন সচিন। কিন্তু এ বার সেই দায়িত্ব পেলেন এক জন প্রাক্তন খেলোয়াড় হিসাবে।

Advertisement

সোমবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ টুর্নামেন্টের পাশাপাশি আইসিসি-র সামগ্রিক উদ্যোগের প্রচারও করবেন সচিন।

আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বযুদ্ধ। চলবে ২৯ মার্চ পর্যন্ত। দ্বিতীয় বার এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সচিন বলেন, “গর্ববোধ হচ্ছে যে আইসিসি দ্বিতীয় বার এই দায়িত্ব আমাকে দিল।” তিনি আরও জানান, আগামী বিশ্বকাপের অভিজ্ঞতা তাঁর কাছে একটু আলাদা ধরনের হবে। কেননা, এর আগে তিনি ছিলেন বাইশ গজের লড়াইয়ের এক সক্রিয় সৈনিক। সদ্য সেই লড়াই থেকে অবসর নিয়েছেন তিনি। এক জন সক্রিয় যোদ্ধা থেকে পা রেখেছেন অবসর জীবনে। সচিনের কথায়, “ এত দিন বাইশ গজের ভিতরে ছিলাম, খেলাটা উপভোগ করতাম। এখনও খেলা উপভোগ করব। কিন্তু সেটা বাইশ গজে নয়, সাইডলাইনে বসে। আর সেই অভিজ্ঞতাটা হবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের।” এ দিন ১৯৮৭-র বিশ্বকাপের স্মৃতি রোমন্থন করে সচিন বলেন, “সে সময় এক জন বল বয় হিসাবে প্রত্যেকটি বলকে যেমন তারিয়ে তারিয়ে উপভোগ করেছি, এ বারও মাঠের বাইরে বসে সেই ভাবেই ম্যাচগুলোকে উপভোগ করব।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন