Arvind Kejriwal

‘আমাকে জেলে ফিরতে হবে না, যদি আপনারা...’ দিল্লিবাসীর কাছে বিশেষ দরবার করলেন কেজরী

শুক্রবারই সুপ্রিম কোর্টের নির্দেশে জেল থেকে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তবে এই মুক্তি সাময়িক। ১ জুন ভোট শেষ হওয়ার পর তাকে আবার জেলে ফিরতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১৬:০৪
Share:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। সোমবার নয়াদিল্লিতে রোড শোয়ে। সঙ্গে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ছবি: পিটিআই।

জামিন দিয়েও অরবিন্দ কেজরীওয়ালকে ২০ দিন পরে জেলে ফিরতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে সেই প্রত্যাবর্তনের যাতে আর প্রয়োজন না পড়ে, সে জন্য এখন থেকেই রণকৌশল সাজাতে শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সোমবার দিল্লিতে আপের সমর্থনে প্রথম লোকসভা ভোটের প্রচারে বেরিয়েছিলেন কেজরী। রোডশোয়ে দিল্লিবাসীর উদ্দেশে কেজরী বলেন, ‘‘২০ দিন পরে আমাকে জেলে যেতে হবে। কিন্তু আপনারাই পারেন আমাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে’’। কী ভাবে? দিল্লিবাসীকে তার জন্য একটি বিশেষ অনুরোধ করেছেন কেজরী।

Advertisement

সোমবার তাঁর দল আম আদমি পার্টির হয়ে ভোটের প্রচারে কেজরী বলেছেন, ‘‘দিল্লিবাসী যদি আপের প্রতীক ঝাঁটাকে বেছে নেন, তা হলে আমাকে আর জেলে যেতে হবে না।’’

তিহাড় জেলে ৫০ দিনের হাজতবাসের পরে জামিনে মুক্তি পেয়েই ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন কেজরী। সোমবার তাঁর রোড শো ছিল মোতিনগরে। নয়াদিল্লি লোকসভা আসনে আপ প্রার্থী সোমনাথ ভারতীর সমর্থনে। প্রচারে কেজরী জানান, দিল্লির মানুষের জন্য আপ এতদিন যা যা কাজ করেছে, তাঁর দীর্ঘ অনুপস্থিতি সেই সব কাজে প্রভাব ফেলেছে। কেজরী বলেন, ‘‘আমায় যদি আবার জেলে যেতে হয়, তা হলে আবার সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ। স্কুলগুলির মান পড়ে যাবে। হাসপাতাল, মহল্লা ক্লিনিকও এরা বন্ধ করে দেবে।’’

Advertisement

দিল্লির জনগণকে কেজরী বলেন, ‘‘আমি আপনাদের জন্য কাজ করেছি, তা-ই ওরা আমাকে জেলে পাঠিয়েছে। বিজেপি চায় না। দিল্লির লোকেদের উন্নয়ন হোক।’’ দিল্লির মানুষকে কেজরী বলেছেন, দিল্লির মানুষই পারে আবার আপের হাতে ক্ষমতা তুলে দিয়ে তাঁকে আবার জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে।

উল্লেখ্য দিল্লির ভোট আগামী ২৫ মে। আর গোটা দেশে শেষ দফার ভোট শেষ হবে ১ জুন। ফল প্রকাশ হবে ৪ জুন। তবে সুপ্রিম কোর্ট কেজরীওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে ১ জুন পর্যন্তই। ২জুন আবার তাঁকে তিহাড়ে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement