Lok Sabha Election 2024

নাবালক পুত্রকে দিয়ে নিজের ভোট দেওয়ালেন বিজেপি নেতা, করলেন ভিডিয়োও! মধ্যপ্রদেশে বিতর্ক

মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রে এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর নাবালক পুত্রকে বুথে নিয়ে গিয়েছিলেন। তাঁর ভোটটি দিয়েছে ওই নাবালক। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ২০:৪০
Share:

—প্রতীকী চিত্র।

নিজের ভোট নিজে দিলেন না। বদলে ইভিএম যন্ত্রের দিকে এগিয়ে দিলেন নাবালক পুত্রকে! কিশোরও বাবার শিখিয়ে দেওয়া বোতাম টিপে দিব্যি ভোট দিয়ে দিল। গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করলেন বিজেপি নেতা নিজেই। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপিকে তুলোধনা করেছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল।

Advertisement

সমাজমাধ্যমে যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, এক নাবালক বুথে ঢুকে ইভিএম মেশিনের কাছে পৌঁছে গিয়েছে। রীতিমতো ইভিএমের বোতাম টিপে সে ভোট দিয়েছে। বিজেপির প্রতীক পদ্মফুলে ভোট দিতে দেখা গিয়েছে তাকে। পিছন দিক থেকে তার বাবা ভোট দেওয়ার ভিডিয়ো করেছেন। ভোট পড়ে যাওয়ার পর তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘ব্যস, যথেষ্ট হয়েছে।’’ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

স্থানীয় সূত্রে খবর, ভিডিয়োটিতে মধ্যপ্রদেশের ভোপালের বেরাসিয়া এলাকার বিজেপি নেতা বিনয় মেহারের পুত্রকে দেখা গিয়েছে। বিনয় বিজেপির পঞ্চায়েত স্তরের নেতা। ১৪ সেকেন্ডের ওই ভিডিয়ো বিনয়ই রেকর্ড করেছেন বলে অভিযোগ। এই ভিডিয়ো নিয়ে মূলত তিনটি প্রশ্ন উঠেছে। এক, কী ভাবে বুথের ভিতর মোবাইল ফোন নিয়ে ভোটারকে ঢুকতে দেওয়া হল? দুই, বাবার সঙ্গে বুথের ভিতর ঢোকার অনুমতি পেল কী করে ওই শিশু? এবং তিন, কী করে প্রশাসন এবং নিরাপত্তারক্ষীদের চোখের সামনে বাবার ভোট ছেলে দিল, কেন কেউ বাধা দিলেন না?

Advertisement

কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের উপদেষ্টা এই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘‘বিজেপি নির্বাচন কমিশনকে ছোটদের খেলার জিনিস বানিয়ে রেখেছে। ভোপালে বিজেপির জেলা পঞ্চায়েত সদস্য ছোট্ট সন্তানকে দিয়ে নিজের ভোট দেওয়াচ্ছেন। নিজেই সেই ভিডিয়ো পোস্ট করছেন। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে কি?’’

এই ভিডিয়ো নিয়ে বিতর্কের মাঝে সংশ্লিষ্ট জেলাশাসক এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এফআইআর করা হয়েছে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন ভিডিয়োটি নিয়ে কোনও মন্তব্য করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন