Dev-Hiran

‘ভোটের পর দেব তিহাড়ে’! মন্তব্য হিরণের, শুনে বিপক্ষ বিজেপি প্রার্থীকে নিয়ে কী বললেন তৃণমূল সাংসদ?

গরু পাচারের টাকা খেয়েছেন দেবও। ভোটের পর তাঁকেও তিহাড়ে যেতে হবে! ভোটপ্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ২১:০৯
Share:

হিরণ চট্টোপাধ্যায় এবং দেব। —ফাইল চিত্র।

গরু পাচারের টাকা খেয়েছেন দেবও। ভোটের পর তাঁকেও তিহাড়ে যেতে হবে! ভোটপ্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তার কিছু ক্ষণের মধ্যেই পাল্টা জবাব দিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব (দীপক অধিকারী)।

Advertisement

বৃহস্পতিবার সবং ব্লকের ৭ নম্বর নারায়ণবাড় অঞ্চলে নির্বাচনী প্রচারে যান হিরণ। সেখানে ভোটপ্রচারের সময় তিনি বলেন, ‘‘দেব ভোট শেষ হলেই কলকাতায় পালিয়ে যান। এ বারে ভোটের পরে কেউ পালাতে দেবে না। এ বার ভোটের পরে আপনাকে সবাই জবাব দেবে। ভোটের আগে আপনাকে সিবিআই-ইডি গ্রেফতার করছে না। কারণ আমরা চাই, নির্বাচনটা শান্তিপূর্ণ ভাবে হোক। ভোটের আগে কেউ কাউকে অ্যারেস্ট করবে না। কিন্তু ভোটের পরে আপনাকে তিহাড়ে জেলে যেতে হবে। কারণ, গরু চুরির টাকা নিয়েছেন আপনি।’’

হিরণের মন্তব্যের জবাব দিয়েছেন দেবও। শনিবার বিকেলে তিনি সবং ব্লকের তেমাথানি বাজার, চাঁদকুড়ি বাজার, বড়সাহারা কালীমন্দির, খড়িকা বাসস্ট্যান্ড, দশগ্রাম বাসস্ট্যান্ড, দেহাটি বাসস্ট্যান্ড-সহ বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচারে যান। সেখানে দেব বলেন, ‘‘হিরণ কে? উনি বিজেপি প্রার্থী। ভগবান তো নন। আমার কাছে মানুষই ভগবান। তাঁরা ভোটটা দিয়ে তাঁকে বুঝিয়ে দেবেন, তিনি কত ভোটে হারবেন। ভগবান হচ্ছে মানুষ, হিরণ্ময় চট্টোপাধ্যায় নন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement