Lok Sabha Election 2024

ভোটের হার হঠাৎ বাড়ল কী করে? ইভিএম, ভোটারের হিসাব চাই, কমিশনকে তোপ মমতার

মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করেছে কমিশন। আগে কমিশন সূত্রে যে হিসাব পাওয়া গিয়েছিল, দেখা যায়, তার চেয়ে ভোটের হার প্রায় ছয় শতাংশ বেশি। তা নিয়ে কমিশনকে কটাক্ষ করেছেন মমতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৪:৫৩
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:৪১ key status

চুরির প্রমাণ দাও

ফরাক্কার সভা থেকে মমতা বলেন, ‘‘কিছু বললেই বলে তৃণমূল চোর। কোথায় চুরি? প্রমাণ দাও। সাড়ে তিনশো টিম পাঠিয়েছে ওরা বাংলায়। আজ পর্যন্ত চুরির প্রমাণ দিতে পারেনি।’’

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:৩৭ key status

সিপিএম, কংগ্রেসকে কটাক্ষ

মমতা বলেন, ‘‘বাংলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম, কংগ্রেস। আমি দেশের কথা বলব না। ওখানে আমরা জোটে আছি। কিন্তু সিপিএম, কংগ্রেসকে বাংলায় ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা।’’

Advertisement
শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:৩৫ key status

মোদীকে ‘টেলিপ্রম্পটার’ খোঁচা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় সভা করতে এলে জনসভায় টেলিপ্রম্পটারের সাহায্যে বক্তৃতা করেন, দাবি মমতার। বলেন, ‘‘উনি এলে সামনে টেলিপ্রম্পটার থাকে। যা বলেন, সব দেখে দেখে বলেন। কিছুই নিজে থেকে বলেন না।’’

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:৩৪ key status

চাকরি খেয়ে নিচ্ছে, ছেড়ে দেবেন?

২৬ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ওরা ২৬ হাজার চাকরি খেয়ে নিচ্ছে। এদের ছেড়ে দেবেন? ১০ লক্ষ চাকরি বাংলায় পড়ে আছে। দিতে গেলেই বিজেপি কোনও না কোনও এজেন্সি দিয়ে আটকে দিচ্ছে। চাকরি দিতে পারছে না, খেয়ে নিচ্ছে।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:৩২ key status

১১ লক্ষ লোকের বাড়ি

১১ লক্ষ লোকের বাড়ির টাকা দেবে তৃণমূল। ফরাক্কার সভা থেকে এমনটাই জানিয়েছেন মমতা। জানান, ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা সকলে পাবেন। তার পর তিন থেকে চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। 

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:২৭ key status

কেন মালদহে আমরা ভোট পাই না?

মমতা বলেন, ‘‘মালদহে আমরা এত কাজ করি, বিজেপি, কংগ্রেস ভোট ভাগাভাগি করে নেয়। কেন মালদহে আমরা ভোট পাই না? সংসদে মালদহের কথা বলবে কে? গায়ের জোরে ভোট করাতে চাইলে মা-বোনেরা রুখে দাঁড়াবেন। রাস্তা কেউ আটকালে পুলিশকে ফোন করবেন, কেন্দ্রীয় বাহিনীকে ডাকবেন।’’

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:২২ key status

বাংলা দুয়োরানি

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘কেন্দ্রের কাছে বাংলা দুয়োরানি। কারণ এখানে সংখ্যালঘু বেশি, তফসিলি বেশি। বাংলাকে ওরা টাকা দেয়নি। আমাদের জনসংখ্যা গুজরাতের চেয়ে অনেক বেশি। ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হল, ৭০০ কোটি টাকা দেবে বলে কেন্দ্র কথা দিয়েছিল। একটা পয়সা দেয়নি।’’

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:২১ key status

বিড়ি শ্রমিকদের হাসপাতাল

মালদহ, মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকের সংখ্যা বেশি। তাই সেখানে বিড়ি শ্রমিকদের জন্য বিশেষ হাসপাতাল তৈরির কথা বলেন মমতা। মঞ্চে দাঁড়িয়েই তিনি আধিকারিকদের হাসপাতাল তৈরির পরামর্শ দেন।

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:১৯ key status

ভোটের হার নিয়ে কমিশনকে তোপ

মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটের পর কমিশন সূত্রে যে হিসাব পাওয়া গিয়েছিল, মঙ্গলবার দেখা যায় তার চেয়ে ৬ শতাংশ ভোট বেড়েছে। তা নিয়ে তোপ দাগেন মমতা। বলেন, ‘‘রাত সাড়ে ৯টায় শুনলাম ৫.৭৫ শতাংশ ভোট বাড়িয়ে দিয়েছে। কমিশন নোটিস জারি করেছে। বিজেপির ভোট যেখানে কম, সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে। ইভিএম কারা বানিয়েছে, সংখ্যাটা বাড়ল কী করে, কত ভোটার, কত মেশিন, আমরা জানতে চাই। কমিশনকে বলছি, মানুষের সন্দেহ দূর করুন। নিরপেক্ষ হোক কমিশন। আসল সত্যি জানাতে হবে।’’

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৫:০৯ key status

শ্রমিক দিবস নিয়ে নিজের কবিতা শোনালেন মমতা

শ্রমিক দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করেন মমতা। এ প্রসঙ্গে নিজের লেখা একটি কবিতাও শোনান তিনি। বলেন, ‘‘দেশে সবচেয়ে বঞ্চিত, লাঞ্ছিত শ্রমিক। তাঁদের ছাড়া কোনও ইমারত তৈরি হত না। আমি তাঁদের শ্রদ্ধা জানাচ্ছি।’’

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৪:৫৭ key status

ছায়ায় মহিলাদের বসাতে বললেন মুখ্যমন্ত্রী

ফরাক্কার সভার শুরুতেই তীব্র গরমে ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা। তার পর মাঝপথে বক্তৃতা থামিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন তাঁর মঞ্চের সামনের ফাঁকা জায়গায় হ্যাঙারে মহিলাদের এনে বসাতে। তার পরেই সভা শুরু করবেন বলে জানান তিনি। জমায়েতের উদ্দেশে বলেন, ‘‘মেয়েরা, যাঁরা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে চলে আসুন।’’ 

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৪:০৬ key status

দ্বিতীয় সভা বহরমপুরে

বহরমপুর লোকসভা কেন্দ্রে এ বার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর সমর্থনে বুধবার প্রচার করবেন মমতা। তাঁর দ্বিতীয় সভাটি রয়েছে বহরমপুরের বড়ঞার ডাকবাংলো কিসান মান্ডির মাঠে।

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৪:০৪ key status

জোড়া সভা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদহ এবং মুর্শিদাবাদে দলীয় প্রার্থীদের সমর্থনে জোড়া সভা করছেন। প্রথম সভাটি রয়েছে মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ় আলি রেইহানের সমর্থনে। ফরাক্কায়, বল্লালপুর কৃষক মান্ডির মাঠে ওই সভা হবে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement