Jalpaiguri

অভিষেকের সভার পরেই তৃণমূলে ভাঙন ধূপগুড়িতে! বুথ সভাপতি-সহ শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপিতে

তৃণমূল সূত্রে খবর, যাঁরা দল ছেড়েছেন, তাঁরা গত পঞ্চায়েত ভোটে টিকিট না পাওয়ায় এমনিতেই ক্ষুব্ধ ছিলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সভাতেও তাঁদের সেই ভাবে গুরুত্ব দেওয়া হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ২৩:১৪
Share:

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী-সমর্থক। — নিজস্ব চিত্র।

জলপাইগুড়ির ধূপগুড়িতে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে এলাকা ছাড়ার পরেই তৃণমূলে ভাঙন! ধূপগুড়ি মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের বাইশচালা গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, বর্তমান বুথ সভাপতি জগদীশচন্দ্র রায়-সহ শতাধিক কর্মী-সমর্থক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। শুক্রবার রাতে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের হাত ধরেই তাঁরা বিজেপিতে যোগ দিলেন। তৃণমূলত্যাগীদের হাতে পদ্ম-পতাকা তুলে দেন জয়ন্তই।

Advertisement

সদ্য বিজেপিতে যোগ দিয়ে জগদীশ বলেন, ‘‘দল ত্যাগ করার অনেক কারণ রয়েছে। অনেক বিষয় রয়েছে। যে কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। আমরা প্রায় দেড়শো জন বিজেপিতে যোগ দিলাম।’’ জয়ন্ত বলেন, ‘‘প্রাক্তন প্রধান-সহ বুথ সভাপতির সঙ্গে প্রায় দেড়শো মানুষ আজ আমাদের দলে যোগ দিলেন। ওরা যতই লোক জোগাড় করে সভা করুক, মানুষ ওদের (তৃণমূলের) প্রতি আর আস্থা রাখছে পারছে না।’’

তৃণমূল সূত্রে খবর, যাঁরা দল ছেড়েছেন, তাঁরা গত পঞ্চায়েত ভোটে টিকিট না পাওয়ায় এমনিতেই ক্ষুব্ধ ছিলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সভাতেও তাঁদের সেই ভাবে গুরুত্ব দেওয়া হয়নি। জেলার এক তৃণমূল নেতার কথায়, ‘‘এই দলত্যাগে আমাদের কোনও ক্ষতি হবে না। জলপাইগুড়িতে তৃণমূলই জিতবে। বিজেপি যতই যা-ই করুক, লাভ নেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন