Lok Sabha Election 2024

বাধাহীন ওয়েবকাস্ট করতে হবে, নির্দেশ

পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, প্রতিটি বুথকেই স্পর্শকাতর ধরে নিয়ে প্রস্তুতি নিতে চাইছে কমিশন। তাই প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার পাশাপাশি সর্বক্ষণের নজরদারিও রাখার প্রস্তুতি চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ০৫:০৮
Share:

জাতীয় নির্বাচন কমিশন। — ফাইল চিত্র।

একশো শতাংশ বুথে ভোট প্রক্রিয়ার ‘ওয়েবকাস্ট’ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইন্টারনেট সংযোগের কারণে তা যাতে বাধাপ্রাপ্ত না হয়, তা স্মরণ করিয়ে দিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। সূত্রের দাবি, মঙ্গলবার উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয়ে গিয়ে প্রথম দফার ভোট নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে বৈঠক করেন তিনি। তার পরেই সব ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ডেকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে সিইও-র কার্যালয়।

Advertisement

পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, প্রতিটি বুথকেই স্পর্শকাতর ধরে নিয়ে প্রস্তুতি নিতে চাইছে কমিশন। তাই প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার পাশাপাশি সর্বক্ষণের নজরদারিও রাখার প্রস্তুতি চলছে। তাতে ওই ওয়েবকাস্টের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভোট প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার দিল্লি এবং কলকাতার কন্ট্রোলরুমে দেখতে পারবেন কমিশনের কর্তারা। সূত্রের দাবি, এ দিন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে বলা হয়েছে অপটিক ফাইবার বা সিম-সংযোগে ইন্টারনেটের সুবন্দোবস্ত রাখতে হবে। কোনও কারণে কোথাও বিঘ্ন ঘটলে সেই ফুটেজ রেকর্ডের ব্যবস্থাও থাকবে। এক কর্তার কথায়, “নজরদারির আওতার বাইরে থাকবে না ভোট-প্রক্রিয়া। বিশেষ পুলিশ পর্যবেক্ষক প্রস্তুতি নিয়ে যা জানতে চেয়েছিলেন, সব বলা হয়েছে। তিনি এবং বিশেষ সাধারণ পর্যবেক্ষক এ বার উত্তরবঙ্গে গিয়ে তা মিলিয়ে দেখবেন।” প্রসঙ্গত, ছাপ্পা বা ভুয়ো ভোট রুখতে পদক্ষেপের বার্তা দিয়ে গিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও।

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী মঙ্গলবার জানান, এ দিন পর্যন্ত বিভিন্ন সংস্থা মিলিয়ে ২০৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। গত ২৪ ঘণ্টায় উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন