Lok Sabha Election 2024

তিরুঅনন্তপুরমে সিপিআই প্রার্থী, চটলেন তারুর

ক্ষুব্ধ শশী সিপিআইয়ের দিকে আঙুল তুলে বলেছেন, বিজেপিকে সুবিধা করে দিতেই ওই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তারা। পাল্টা সিপিআই তথা বামেরা তুলেছে কেরলের ওয়েনাড় আসনের প্রসঙ্গ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ০৬:২৭
Share:

শশী তারুর। ছবি: পিটিআই।

বিজেপি-বিরোধী লড়াইয়ে আগাগোড়া কংগ্রেসের পাশে থাকলেও লোকসভা ভোটের আগে আসন বণ্টন বা সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসের মনোভাব নিয়ে বেশ কয়েক দিন ধরেই অসন্তুষ্ট বামেরা। তেলঙ্গানা, রাজস্থান, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যের কয়েকটি আসনে বামেদের ভাল জনভিত্তি থাকা সত্ত্বেও কংগ্রেস সেখানে তাদের আসন ছাড়তে রাজি হয়নি। এ বারে কেরলের তিরুঅনন্তপুরম আসনটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ আরও বাড়ল। তিরুঅনন্তপুরম আসনটিতে সিপিআই নেতা পন্নিয়ন রবীন্দ্রনকে প্রার্থী করেছে বামফ্রন্ট। আর এতেই বিলক্ষণ চটেছেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শশী তারুর। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

Advertisement

ক্ষুব্ধ শশী সিপিআইয়ের দিকে আঙুল তুলে বলেছেন, বিজেপিকে সুবিধা করে দিতেই ওই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তারা। পাল্টা সিপিআই তথা বামেরা তুলেছে কেরলের ওয়েনাড় আসনের প্রসঙ্গ। রাহুল ফের প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ বাম নেতৃত্ব জানান, এতে বিজেপি-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে ভুল বার্তা যাবে। ওই আসনে সিপিআইয়ের সাধারণ সম্পাদক এ রাজার স্ত্রী অ্যানি রাজাকে প্রার্থী করেছে বামেরা। তারা রাহুলকে ওয়েনাড় থেকে সরে নিজেদের দখলে থাকা কর্নাটক বা তেলঙ্গানার নিরাপদ আসন থেকে প্রার্থী হওয়ার আবেদন জানিয়েছিল। রাজা নিজেও রাহুলের সঙ্গে কথা বলেন। তার পরেই শশীর বিরুদ্ধে দলের প্রভাবশালী নেতাকে দাঁড় করিয়েছে বামফ্রন্ট। রাজনৈতিক সূত্রের বক্তব্য, ওয়েনাড়ের পরে তিরুঅনন্তপুরমেও প্রার্থী দাঁড় করিয়ে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে কড়া বার্তাই দিয়েছেন বাম নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন