Lok Sabha Election 2024 in West Bengal

লোকসভা ভোটের সাত দিনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে ‘সাধারণ ছুটি’ ঘোষণা করল রাজ্য সরকার

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের অনুমতিক্রমে ‘সাধারণ ছুটি’ ঘোষণার এই সিদ্ধান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৭:১৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যের সাত দফা ভোট পর্বে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলির এলাকার সমস্ত কর্মক্ষেত্রে ছুটি দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। পাশাপাশি, ওই লোকসভাগুলির যে ভোটারদের কর্মক্ষেত্র বিধানসভা এলাকার বাইরে, তাঁদেরও ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Advertisement

পাশাপাশি, বন্ধ থাকবে এলাকার সমস্ত দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। অসংগঠিত ক্ষেত্রে ওই এলাকার যে ভোটাররা কাজ করেন, তাঁদেরও ওই দিন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকারের নির্দেশিকায়। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের অনুমতিক্রমে ‘সাধারণ ছুটি’ ঘোষণার এই সিদ্ধান্ত।

রাজ্যে ১৮তম লোকসভা নির্বাচন হবে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। তা ছাড়া, ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন হবে তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে। আর সপ্তম দফায় অর্থাৎ ১ জুন উপনির্বাচন হবে বরাহনগর বিধানসভায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন