Sujata Mondal

রাধার মতো কৃষ্ণকে ভালবাসেনি কেউ, আমার মতো বিষ্ণুপুরকে কেউ ভালবাসবে না: তৃণমূল প্রার্থী সুজাতা

দোলমেলায় প্রচারে বেরিয়ে খোল বাজিয়ে নাচলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিজেপির কটাক্ষ, কখনও সুজাতা নিজেকে রাধার সঙ্গে তুলনা করছেন, কখনও নিজেকে শ্রীদেবী বলবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১৮:০১
Share:

প্রচারে বেরিয়ে খোল বাজিয়ে নাচ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। —নিজস্ব চিত্র।

ভোটপ্রচারে বেরিয়ে এ বার দোলমেলায় হাজির হলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। খোল কাঁধে নেচে গেয়ে সুজাতা বললেন, ‘‘কৃষ্ণকে রাধার মতো কেউ ভালবাসতে পারেনি। আমার মতো কেউ বিষ্ণুপুরকে ভালবাসতে পারবে না।’’

Advertisement

রবিবার রাতে বাঁকুড়ার ওন্দায় দোলমেলায় হাজির হন সুজাতা। সেখানে কীর্তনের তালে তালে নাচ করেন। শ্রীখোল বাজান। সেখানে তৃণমূল প্রার্থী বলেন, ‘‘রাধা যেমন নিজের সমস্ত কিছু শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করে দিয়েছিলেন, আমিও সে ভাবে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য। কৃষ্ণকে রাধার মতো যেমন কেউ ভালবাসতে পারেনি তেমনই, আমার মতো কেউ বিষ্ণুপুরের মানুষকে ভালবাসতে পারবে না।’’ যা নিয়ে সুজাতাকে কটাক্ষ করেছে বিজেপি।

প্রচারে বেরিয়ে প্রতি দিনই ‘চমক’ দিচ্ছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা। কোনও দিন সেলুনে ঢুকে খদ্দেরের চুল কেটে দিচ্ছেন তো কোনও দিন চা এবং চপের দোকানে ঢুকে চা-চপ ইত্যাদি বানিয়ে কর্মীদের খাওয়াচ্ছেন। তৃণমূল প্রার্থীর এই সমস্ত কাজ মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে সামাজমাধ্যমে। রবিবারও মেলায় ঘুরে একটি চপ এবং পাঁপড়ের দোকানে ঢুকে নিজের হাতে চপ আর পাঁপড় ভেজে খদ্দেরদের বিক্রি করতে সাহায্য করেন তিনি। দোলমেলায় লোকসভার ভোটের প্রচারে বেরিয়ে সুজাতা বলেন, ‘‘রাধা মানে ত্যাগ। রাধার মতো প্রেম কেউ করতে জানে না। আমিও বিশ্বাস করি, আমি যত দিন বাঁচব, তত দিন আমার হৃদয় কাঁদবে, বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য। আমার মতো বিষ্ণুপুরকে কেউ ভালবাসতে পারবে না।’’

Advertisement

সুজাতার এই তুলনা টানা নিয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখার কটাক্ষ, ‘‘ওঁর মনে অনেক ভাবনা আছে। ওঁকে ভাবতে দিন। আজ তিনি নিজেকে রাধা ভাবছেন। কোনওদিন নিজেকে হেমা মালিনী বা শ্রীদেবী ভাববেন। আবার কোনও দিন নিজেকে পুতনা বা শূর্পণখা ভাববেন। আসলে উনি পাগল হয়ে গিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন