dev

Bengal Polls: ৪২ ডিগ্রিতেও পথে, পশ্চিম মেদিনীপুরের ভোট ময়দানে দিনভর মিঠুন এবং দেব, উপচে পড়ল ভিড়

মঙ্গলবার দ্বিতীয় দফার নির্বাচনের প্রচার শেষ হচ্ছে। তাই প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করেই প্রচার চালালেন ‘পাগলু।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর, নারায়ণগড় শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ২৩:২২
Share:

নির্বাচনের প্রচারে মিঠুন ও দেব

একই জেলায় দুই তারকা। পশ্চিম মেদিনীপুরে দিনভর নিজের দলের হয়ে প্রচার করলেন দেব ও মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার প্রথমে, সকাল ১০.১০ নাগাদ প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করেন মহাগুরু মিঠুন। গোলবাজার এলাকা থেকে শুরু মিছিলে প্রথম থেকেই বিজেপি সমর্থকদেরউপস্থিতি ছিল নজরে পড়ার মতো।

Advertisement

বেলা বাড়তেই জেলার অন্য এক কেন্দ্র, নারায়ণগড়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আসেন অভিনেতা দেব। মঙ্গলবার দ্বিতীয় দফার নির্বাচনের প্রচার শেষ হচ্ছে। তাই প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করেই প্রচার চালালেন ‘পাগলু।’

দ্বিতীয় দফায় খড়্গপুরে ভোট। তাই শেষবেলায় প্রচার সপ্তমে বাঁধতে চেয়েছে সব পক্ষই। হিরণের প্রচার নিয়েও তাই উৎসাহ ছিল তুঙ্গে। মিঠুনকে দেখতে সকাল থেকেই রাস্তার ধারে হাজির হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। একবার মহাগুরুকে চোখের দেখা দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন সমর্থকরা।

Advertisement

তিনরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল দেব-এর রোড শো-র গাড়িটিকে। কর্মীদের হাতে দলীয় পতাকা ও তিনরঙের বেলুন ছিল। দেবকে দেখতে রাস্তায় ভিড় উপচে পড়ে। দেবের উপস্থিতিতে উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে ওঠেন দলীয় কর্মীরা। ১ লা এপ্রিল নির্বাচন নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান দেব। নারায়ণগড়ের প্রার্থী সূর্যকান্ত অট্ট ছিলেন সঙ্গে। অন্যদিকে পিংলা এলাকায় প্রার্থী তথা জেলা সভাপতি অজিত মাইতির সমর্থনে জনসভা করেন দেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন