Partha Chaterjee

WB election 2021: তৃণমূলে নাম লেখালেন সাঁওতালি অভিনেত্রী বীরবাহা

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘দলনেত্রীর অনুমতি ক্রমে বীরবাহাকে দলে নেওয়া হল। তিনি আমাদের অতি পরিচিত মানুষ। বীরবাহার মা চুনীবালা হাঁসদা। সংগ্রামী পরিবার থেকে উঠে এসেছেন তিনি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ২০:৫০
Share:

পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বীরবাহা হাঁসদা নিজস্ব চিত্র

তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদা। বুধবার সন্ধ্যায় বেহালার ম্যান্টনে বিধায়ক কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বীরবাহা সাঁওতালি চলচিত্র জগতের অতি পরিচিত নাম। তৃণমূলে যোগদানের পর তিনি বলেন, ‘‘আমি মানুষের জন্য কাজ করেছি ঠিকই। কিন্তু এমন মঞ্চ পাচ্ছিলাম না, যাতে মানুষের খুব কাছে পৌঁছনো যায়। আজ আমি পার্থবাবুর হাত ধরে সেই রাস্তা পেলাম। আমি মানুষের জন্য কাজ করে দিদির হাত শক্ত করতে চাই।’’ বিধানসভা ভোটে কী প্রার্থী হতেই তৃণমূলে যোগদান? এমন প্রশ্নের উত্তরে বীরবাহা বলেছেন, ‘‘এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা দল নেবে।’’ পার্থও তাঁর এই বক্তব্য সমর্থন করেন।

Advertisement

বীরবাহার যোগদান প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘দলনেত্রীর অনুমতি ক্রমে বীরবাহাকে দলে নেওয়া হল। তিনি আমাদের অতি পরিচিত মানুষ। বীরবাহার মা চুনীবালা হাঁসদা। সংগ্রামী পরিবার থেকে উঠে এসেছেন তিনি।’’ প্রসঙ্গত, বীরবাহার মা চুনিবালা হাঁসদা পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০০৬-২০১১ ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর বিধায়ক ছিলেন। মা সক্রিয় রাজনীতি করলেও বীরবাহা অভিনয় জগৎ নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু এ বার তিনিও রাজনীতির আঙিনায় পা রাখলেন। ঘটনাচক্রে বুধবারই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন