West Bengal Assembly Election 2021

WB election 2021: ‘ঘিরে ফেলতে হবে কাটোয়া’, তৃণমূল প্রার্থী রবিকে খুনের ইন্ধনে অভিযুক্ত সাংসদ সুনীল

কাটোয়ায় বিজেপি- র ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন সুনীল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১৭:৪২
Share:

সুনীল মণ্ডল। সাংসদ ,পূর্ব বর্ধমান।

ফের শিরোনামে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। দলবদলের পরে এ বার ‘কুকথা’য় অভিযুক্ত হওয়ার দায়ে। অভিযোগ, কাটোয়ায় বিজেপি- র ভোট প্রচারে গিয়ে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন সুনীল। রবীন্দ্রনাথের অভিযোগ, তাঁকে খুন করারও হুমকি দিয়েছেন বিজেপি-তে যোগ দেওয়া তৃণমূল সাংসদ। সুনীলের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তিনি।

Advertisement

বিধানসভা নির্বাচন ঘিরে তপ্ত হচ্ছে পূর্ব বর্ধমানের রাজনীতি। রাজনৈতিক অশান্তির পাশাপাশি চলছে কুকথার ফুলঝুরিও। এ বার সুনীলের নামও চলে এল সেই তালিকায়। স্থানীয় সূত্রের খবর, ঘটনার সূত্রপাত মঙ্গলবার। কাটোয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামা মজুমদারের সমর্থনে দাইঁহাট শহরে প্রচারে গিয়েছিলেন সুনীল। পাশাপাশি, দাঁইহাট টাউনহলে বিজেপি-র বুথভিত্তিক কর্মীসভাতেও যোগ দেন তিনি। সেখানে বক্তৃতায় ব্যক্তিগত আক্রমণ করে বসেন রবীন্দ্রনাথকে। অভিযোগ, বিজেপি কর্মীদের সুনীল মণ্ডল বলেন, ‘‘২ মে ভোটগণনা। তৃণমূল হেরে যাবে এটা রবি চট্টোপাধ্যায় বুঝতে পেরে আগে কাটোয়া ছেড়ে চলে যাবে।আমি দলের কর্মীদের বলে রাখছি, গণনার পর সমস্ত কাটোয়া ঘিরে ফেলতে হবে যাতে রবি কাটোয়া ছেড়ে বেরোতে না পারে। আমরা ওর বিচার করব।’’

শুধু দাঁইহাটের কর্মিসভায় নয়, কাটোয়ার নন্দীগ্রামে জনসভাতেও সুনীল বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ তৃণমূলের। নন্দীগ্রামের একটি প্রচারসভায় সুনীল মণ্ডলের বক্তব্যের ভিডিয়ো ফুটেজ পুলিশের কাছে দাখিল করেছেন রবীন্দ্রনাথ। তাতে সুনীলকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমরা শুনি অনেক বড় বড় গুন্ডা স্মাগলারের কথা। রবি চ্যাটার্জি সব স্মাগলারের বাপ। ও স্মাগলার তৈরি করে। গুন্ডা তৈরি করে।’’ তিনি আরও বলেন, ‘‘কাটোয়ায় ইন্দ্রজিৎ খুন হয়েছে। তুহিন সামন্ত খুন হয়েছে। বিচার হয়নি। আমি সংসদেও তুলেছিলাম। ইনসান মল্লিক, সুকুর আলি, বাবুল শেখের মতো যত কর্মী খুন হয়েছেন, তাঁদের খুনীদের যতদিন না ফাঁসিতে ঝোলাতে পারছি, ততদিন আমরা লড়াই করব। জেলের মধ্যে পচা ভাত আর পচা রুটি খাইয়ে জেলেই তাদের বিসর্জন দেওয়া হবে।’’

Advertisement

২০১১-র বিধানসভা ভোটে পূর্ব বর্ধমানের গলসি থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে জিতেছিলেন সুনীল। তৃণমূল ঘুরে কয়েক মাস আগে বিজেপি-তে যোগ দিয়েছেন তিনি। অতীতেও বিরোধীদের সম্পর্কে কটূক্তির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সুনীলের এই বক্তব্যের পরেই রবীন্দ্রনাথ কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার তিনি বলেন, ‘‘প্রকাশ্য সভায় আমাকে খুন করার জন্য উস্কানি দিয়েছেন সুনীল মণ্ডল।’’ এ প্রসঙ্গে সুনীল বলেন, ‘‘আমি কাউকে খুন করার কথা একবারও বলিনি। যা বলেছি ঠিকই বলেছি। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গুন্ডামি করেন, তাই বলেছি। আমাকেও মেরে ফেলার চক্রান্ত করেছিলেন রবীন্দ্রনাথ। আমার বিরুদ্ধে যেখানে পারেন উনি মামলা করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন