জোট সরকারই আসছে, এক মঞ্চে এক সুর বুদ্ধদেব-রাহুলের

রাজ্যে শেষ দু’দফা ভোটের আগে নজিরবিহীন ভাবে যৌথ মঞ্চে রাহুল গাঁধী এবং বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়ে দিলেন, রাজ্যে এ বার জোটের সরকার আসছে। বুধবার পার্কসার্কাস ময়দানে দক্ষিণ কলকাতার জোটপ্রার্থীদের যৌথ প্রচারসভায় একই মঞ্চে ভাষণ দিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ১৯:১৩
Share:

রাজ্যে শেষ দু’দফা ভোটের আগে নজিরবিহীন ভাবে যৌথ মঞ্চে রাহুল গাঁধী এবং বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়ে দিলেন, রাজ্যে এ বার জোটের সরকার আসছে।

Advertisement

বুধবার পার্কসার্কাস ময়দানে দক্ষিণ কলকাতার জোটপ্রার্থীদের যৌথ প্রচারসভায় একই মঞ্চে ভাষণ দিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এমন ঘটনা যে এ দেশের রাজনীতিতে ঘটেনি সে কথা এ দিন উল্লেখ করেছেন বুদ্ধবাবু। তৃণমূলকে হারাতে বিশেষ পরিস্থিতিতে যে এই জোট বাঁধা হয়েছে, সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর প্রত্যয়ী ঘোষণা, ‘‘চার দিক থেকে যা খবর পাচ্ছি জোটের সরকারই আসছে। আমার মনের জোর আছে। আপনাদের সামনে দাঁড়িয়ে এ কথা বলতে পারছি, আমরাই পারব সরকার গড়তে। কী ভাবে সরকার চালাতে হয় আমরা জানি।’’

রাহুলও পরে বুদ্ধবাবুর সুরেই জোট সরকারের আগমন বার্তা ঘোষণা করেছেন। তাঁর কথায়, ‘‘রাজ্যে জোট সরকার আসছে। মমতাজিকে বলছি, উড়ালপুল ভেঙে পড়া, চিটফান্ড কেলেঙ্কারি— এ সবের অনেক তদন্ত আপনি করেছেন। অনেক হয়েছে। এ বার তদন্ত কংগ্রেস এবং বামফ্রন্টের জোট সরকারই করবে।’’ রাহুলের আশ্বাস, নতুন সরকার এসে রাজ্যে শিল্পপ্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের উপর বেশি জোর দেবে। একই কথা শোনা গিয়েছে বুদ্ধবাবুর মুখেও।

Advertisement

আগামী শনিবার কলকাতা চারটি আসন-সহ দক্ষিণ ২৪ পরগনা-হুগলি মিলিয়ে মোট ৫৩টি আসনে ভোট। তার পরে ৫ এপ্রিল রয়েছে পূর্ব মেদিনীপুর এবং কোচবিহারের ২৫টি আসনে নির্বাচন। শেষ পর্বের ভোটে জোটের কর্মীরা যাতে মাটি কামড়ে লড়াই করেন, তার জন্য তাঁদের চাঙ্গা করতেও চেয়েছেন রাহুল। তাঁর বার্তা, ‘‘সাড়ে তিন বছরের বাচ্চার গায়ে যারা হাত তোলে, তারা ভয়ঙ্কর। এরা গুন্ডাদের দল। ভয়ঙ্কর সরকার। আপনাদের ভয়ের কারণ আমি বুঝি। আপনাদের বলছি, আর কয়েকটা দিন অপেক্ষা করুন।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘ভোটের দিন বুথে থাকুন। রাস্তায় থাকুন। পিছু হঠবেন না। মনে রাখুন জোট সরকার আসছে।’’

এ দিন এই মঞ্চে ভবানীপুরের জোটপ্রার্থী দীপা দাশমুন্সি, কসবার প্রার্থী শতরূপ ঘোষ, টালিগঞ্জের মধুজা সেন রায়, বেহালা পশ্চিমের প্রার্থী কৌস্তভ চট্টোপাধ্যায়, বালিগঞ্জের প্রার্থী কৃষ্ণা দেবনাথ-সহ দু’দলের অনেক নেতাই হাজির ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন