Viral Video

চলছে মালাবদল করতে নারাজ পাত্রের মানভঞ্জনের পালা, পাশে দাঁড়িয়ে অসহায় পাত্রী! ভিডিয়ো ভাইরাল

বিয়েবাড়িতে মালাবদলের অনুষ্ঠান চলছে। ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পাত্রী। অতিথিরাও এই শুভ মুহূর্তের সাক্ষী থাকার জন্য তাঁদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু পাত্র বসেছেন বেঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বর এবং কনেকে ঘিরে অতিথিরা দাঁড়িয়ে রয়েছেন। কনেও হাতে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু পাত্র শুরু করেছেন জেদাজেদি। কিছুতেই কনের গলায় মালা দেবেন না তিনি। বরপক্ষের কথা শুনতেও রাজি নন পাত্র। হাতের ইশারা করে তাঁকে চুপ করতে বলছেন তিনি। সকলের সামনে ঠায় বসে রয়েছেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পূর্ণিমা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়েবাড়িতে মালাবদলের অনুষ্ঠান চলছে। ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পাত্রী। অতিথিরাও এই শুভ মুহূর্তের সাক্ষী থাকার জন্য তাঁদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু পাত্র বসেছেন বেঁকে। তিনি মালাবদল করতে উৎসাহী নন। সেখানেই ঠায় বসে রয়েছেন তিনি।

এক তরুণী তাঁকে রাজি করানোর চেষ্টা করলে হাতের ইশারায় তাঁকে থামার নির্দেশ দেন পাত্র। কারও কথা শুনতেই রাজি নন তিনি। যিনি বিয়ের ছবি তুলছিলেন, তাঁকেও ইশারা করে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন তরুণ। এমন পরিস্থিতিতে পাত্রী কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। মালা হাতে সেখানেই স্থির দাঁড়িয়েছিলেন তিনি।

Advertisement

এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশের দাবি, টাকাপয়সা নিয়ে অশান্তি হয়েছিল বলেই হয়তো পাত্র এমন দুর্ব্যবহার করছিলেন। আবার নেটপাড়ার অধিকাংশের মন্তব্য, ‘‘বিয়ের আগেই এমন রূঢ় আচরণ! তরুণীরই উচিৎ এই বিয়ে ভেঙে ফেলা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement