Bizarre

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াই কাজ করছেন! এআই শিখে এক মাসে দেড় লক্ষ টাকা আয় ২১ বছরের তরুণের

সমাজমাধ্যমে দুবাইয়ের এক সংস্থার সঙ্গে যোগাযোগ হয় সন্দেশের। সেই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬
Share:

—প্রতীকী ছবি।

আইআইটির মতো কোনও নামকরা কলেজ থেকে পড়াশোনা করেননি। ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও নেই তাঁর। তবুও, মাস গেলে দেড় লক্ষ টাকার বেশি রোজগার করেছেন তরুণ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনি বিদেশের এক সংস্থার সঙ্গে একটি প্রজেক্টে কাজ করেছেন। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই জোর দিতে চাইছেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় তাঁর এক মাসের কর্মজীবন তুলে ধরেছেন (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সন্দেশ শ্রেষ্ঠ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সন্দেশ জানিয়েছেন যে, নভেম্বর মাসে তিনি সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট খোলেন। নিয়মিত কয়েকটি পোস্ট করার পর তাঁর অনুগামীমহলও তৈরি হয়ে যায়। সমাজমাধ্যমে দুবাইয়ের এক সংস্থার সঙ্গে যোগাযোগ হয় সন্দেশের। সেই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেছেন তিনি।

কাজ করে ভাল পারিশ্রমিকও পেয়েছেন। ব্রিটেনের এক সংস্থার সঙ্গেও যোগাযোগ করেন তরুণ। ১০টির বেশি প্রজেক্টে কাজ করা নিয়ে আলোচনাও হয়েছে দু’পক্ষের। তবে, সেই সিদ্ধান্ত এখনও স্থির হয়নি। ২১ বছর বয়সে তিনি কোনও প্রথাগত ডিগ্রি ছাড়াই এক মাসে এত টাকা রোজগার করে ফেলেছেন। তাই ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েই কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement