ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মেট্রোয় উঠে বসার জায়গা পাননি এক তরুণ। তাই ফাঁকা জায়গায় অন্য এক তরুণ যাত্রীর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু মেট্রো থেকে নামার আগে দুষ্টু বুদ্ধি খেলে গেল তাঁর মাথায়। পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীর হাত উপরের হাতলে তুলে হাতকড়া লাগিয়ে চাবি দিয়ে দিলেন তরুণ। তার পর মেট্রো থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে হাতকড়ার চাবি ধরে নাচ করতে শুরু করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এমরেনালকাকের’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেট্রোর ভিতর এক তরুণ যাত্রীকে হাতকড়া পরিয়ে মেট্রো থেকে নেমে পড়লেন অন্য যাত্রী। তার পর প্ল্যাটফর্মে নেমে ভিতরে আটকে পড়া তরুণের দিকে ঘুরে তাকালেন তিনি। হাতকড়ার চাবি দেখিয়ে মহানন্দে নাচ করতেও দেখা গেল তাঁকে। জানা গিয়েছে, সেই বিদেশি তরুণের নাম এমরে নালকাকের। পেশায় নেটপ্রভাবী তিনি।
রাস্তাঘাটে লোকজনের সঙ্গে মজার ভিডিয়ো শুট করে জীবিকা নির্বাহ করেন এমরে। সেই সূত্রেই মেট্রোর যাত্রীর সঙ্গে মজা করার পরিকল্পনা করেছিলেন তিনি। মেট্রোর যাত্রীকে হাতকড়া পরিয়ে, চাবি দিয়ে মেট্রো থেকে নেমে যান এমরে। তার পর প্ল্যাটফর্মে নেমে সেই চাবি দেখিয়ে নাচ শুরু হয় তাঁর। কারণ, হাতকড়া খুলে সেই যাত্রী আর মেট্রো থেকে নামতে পারবেন না। সেই হাতকড়ার চাবি রয়েছে এমরের হাতে।
মেট্রোর ভিতর দাঁড়িয়ে থাকা তরুণ রেগে যান। হাতকড়া খুলে ফেলার অনুরোধ করতে থাকেন তিনি। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। নেটাগরিকদের একাংশ যদিও তরুণের প্রতি রেগে গিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘এ আবার কী ধরনের মজা! পরিচিতদের সঙ্গেও এমন ইয়ার্কি করা উচিত নয়।’’ আবার অধিকাংশ নেটাগরিকদের দাবি, পুরো ভিডিয়োটিই বানানো। ভিডিয়োর জন্যই শুট করা হয়েছে।