ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাছের উঁচু ডালে বসে রয়েছে মা চিতাবাঘ। গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে তার দুই সন্তান। মায়ের কাছে পৌঁছোতে গেলে অনেকটা কাঠখড় পোড়াতে হবে চিতাবাঘের দুই শাবককে। তবে, তাতে কোনও আপত্তি নেই শাবকদের। ছোট্ট ছোট্ট পায়ে লাফিয়ে লাফিয়ে গাছে উঠে পড়ল তারা। গাছের ডালে চড়ে মায়ের আদর খেতে শুরু করল দুই শাবক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লন্ডোলোজ়ি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মা চিতাবাঘটি গাছের উঁচু ডালে পা ছড়িয়ে বসে রয়েছে। মায়ের কাছে যাওয়ার জন্য ছোট্ট ছোট্ট পা ফেলে গাছে চড়তে শুরু করল চিতাবাঘের একটি শাবক। কষ্ট হলেও গাছে চড়বার পণ করে ফেলেছিল সে।
শেষ পর্যন্ত সফলও হল চিতাবাঘের শাবকটি। তার পিছন পিছন আরও একটি শাবক গাছে চড়ে মা চিতাবাঘের কাছে গেল। দুই সন্তানকে কাছে পেয়ে জিভ দিয়ে তাদের মুখ চেটে আদরে ভরিয়ে দিল সে। এই ঘটনাটি সাউথ আফ্রিকার লন্ডোলোজ়ি গেম রিজ়ার্ভে ঘটেছে। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘মায়ের সঙ্গে সন্তানের ভালবাসা এমনই হয়।’’