Viral Video

চাকা বেয়ে গাড়িতে ঢুকে পড়ল বিশাল সাপ! দেখতে পেয়ে চিৎকার করে সতর্ক করলেন পথচারীরা, ভাইরাল ভিডিয়ো

গাড়িটি ভাল করে লক্ষ করতেই তার চাকার তলায় দেখা গেল একটি সাপকে। মাথা উঁচু করে রাস্তা থেকে উঠে পুরো শরীরটিই গাড়ির ইঞ্জিনের ভিতর ঢুকিয়ে দিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৩:৫৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন এক ব্যক্তি। কিছু ক্ষণ পর গাড়ি চালিয়ে অন্যত্র যাবেন বলে চালকের আসনে উঠে পড়লেন তিনি। গাড়ির ইঞ্জিন চালু করতেই রাস্তার অন্য পার থেকে চিৎকার করে উঠলেন পথচারীরা। ‘সাপ, সাপ’ বলে চিৎকার করে চালককে সাবধান করে দিলেন তাঁরা। গাড়ি পিছিয়ে নিয়ে যেতে গিয়েও থেমে গেলেন চালক। রাস্তা থেকে মাথা উঁচিয়ে ইঞ্জিনের ভিতর ঢুকে পড়ল মস্ত বড় একটি সাপ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ফক্স৩৫অরলান্ডো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এক যুগল অন্য পারে দাঁড়িয়ে থাকা গাড়িটির দিকে তাকিয়েছিলেন। সেই গাড়িটি ভাল করে লক্ষ করতেই তার চাকার তলায় দেখা গেল একটি সাপ। মাথা উঁচু করে রাস্তা থেকে উঠে পুরো শরীরটিই গাড়ির ইঞ্জিনের ভিতর ঢুকিয়ে দিল সে। এই ঘটনাটি ফ্লোরিডার হোমস্টেড শহরে ঘটেছে। সাপটিকে লক্ষ করেননি গাড়ির চালক।

ঠিক সেই সময় গাড়ির ইঞ্জিন চালু করলেন চালক। দূর থেকে তাঁকে সাবধান করতে চেঁচিয়ে উঠলেন অন্য গাড়িতে থাকা যুগল। ইঞ্জিনের ভিতর যে সাপ ঢুকে পড়ছে, তা নিয়ে চালককে সতর্ক করলেন তাঁরা। চালকটি তাঁর গাড়ি নিয়ে পিছিয়ে যেতে শুরু করলেও চিৎকার শুনে থেমে গেলেন তিনি।

Advertisement

তত ক্ষণে সাপটি পুরোপুরি গাড়ির ইঞ্জিনের ভিতরে ঢুকে গিয়েছে। তখনই শেষ হয়ে যায় ভিডিয়োটি। পরে অবশ্য সাপটিকে উদ্ধার করা হয়। তবে ভিডিয়োটি দেখে ভয়ে শিউরে উঠেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘আমার গাড়িতে সাপ ঢুকে পড়লে আমি মনে হয় ভয়ে সেখানেই গাড়ি ছেড়ে চলে যেতাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement