ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের মধ্যে একা একা ঘোরাঘুরি করছিল একটি হরিণ। দূর থেকে তা লক্ষ করেছিল তিনটি বাঘ। হরিণ শিকার করার জন্য তিন শ্বাপদ ওত পেতে লুকিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে ছ়ড়িয়ে ছিটিয়ে যায় তারা। সুযোগ পেতেই হরিণটি কাছে আসতে শূন্যে লাফ দিয়ে শিকারের গলায় কামড় দিল একটি বাঘ। হরিণটিকে শিকার করা হয়েছে দেখে অন্য দু’টি বাঘও সেখানে দৌড়ে গেল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছ়়ড়িয়ে পড়েছে।
অনুপম শর্মা নামে এক ব্যক্তি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। পেশায় এক জন আইএফএস আধিকারিক তিনি। তিনটি বাঘ ওত পেতে একটি হরিণ শিকার করেছে সেই দৃশ্যের ভিডিয়ো পোস্ট করেছেন অনুপম। সম্প্রতি এই ঘটনাটি মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে ঘটেছে। ওই তিনটি বাঘ আসলে পান্নার পি-১৪১ বাঘিনির সন্তান। গভীর জঙ্গলে সাফারি করতে গিয়ে তিন বাঘের হরিণ শিকারের ঘটনার সাক্ষী থেকেছেন পর্যটকেরা।
হরিণটিকে শিকার করার জন্য জঙ্গলের চারদিকে ছড়িয়ে নিজেদের শিকারকে ঘিরে ফেলেছিল বাঘ তিনটি। তার পর হরিণটি নাগালের ভিতর আসতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। শূন্যে লাফ দিয়ে হরিণের গলায় কামড় দেয় সে। হরিণটিকে ধরাশায়ী করে ফেললে অন্য বাঘ দু’টি সেখানে পৌঁছোয়। তিনটি বাঘ মিলে তখন সভা করে শলাপরামর্শ করতে ব্যস্ত হয়ে পড়ে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে অভিভূত হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘এই ধরনের ঘটনার সাক্ষী থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার।’’