Viral Video

প্রবল গতিতে ট্রাককে টপকানোর চেষ্টা! বাসচালকের কাণ্ডে বরাতজোরে বাঁচলেন গাড়ির চালক, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

গাড়ির চালক সাবধানতা অবলম্বন করে চালালেও পুরো ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে যায় যে, তিনি আর ব্রেক কষার মতো পরিস্থিতিতে ছিলেন না। মুহূর্তের মধ্যে গাড়িটি একবারে ট্রাকের কাছে পৌঁছে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৫:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সূর্যের আলো তখনও ফোটেনি। ভোর সাড়ে ৪টের সময় হাইওয়ে দিয়ে গাড়ি ছুটিয়ে যাচ্ছিলেন এক চালক। সেই সময় রাস্তায় বাস-ট্রাক চলাচল করছে। তরুণও নির্দিষ্ট গতি বজায় রেখেই গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু সাবধানতা অবলম্বন করলেও দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিলেন তিনি। গাড়ির সামনে একটি বেসরকারি বাস ছিল। হঠাৎ সেই বাসটি দ্রুত বেগে একটি ট্রাককে ওভারটেক করে এগিয়ে যায়।

Advertisement

পুরো ঘটনাটি এত দ্রুততার সঙ্গে ঘটে যায় যে, গাড়ির চালকের সঙ্গে ট্রাকের প্রায় ধাক্কা লাগার মতো পরিস্থিতি তৈরি হয়। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান গাড়ির চালক। গাড়িতে লাগানো ড্যাশক্যামে সম্পূর্ণ ঘটনাটির ভিডিয়োটি ধরা পড়েছে। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘চন্দ্র’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাসের পিছন পিছন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। বাসটি হঠাৎ একটি ট্রাককে ওভারটেক করে দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়ির চালক সাবধানতা অবলম্বন করে চালালেও পুরো ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে যায় যে, তিনি আর ব্রেক কষার মতো পরিস্থিতিতে ছিলেন না। মুহূর্তের মধ্যে গাড়িটি একবারে ট্রাকের কাছে পৌঁছে যায়। ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় গাড়িটির।

Advertisement

মুহূর্তের মধ্যে গাড়িটিকে রাস্তার এক ধারে নিয়ে গিয়ে থেমে যান চালক। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। জানা গিয়েছে, এই ঘটনাটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টেয় বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ যাওয়ার পথে ঘটেছে। গাড়িটির ড্যাশক্যামে পুরো ঘটনাটি ধরা পড়ে। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেটাগরিকদের একাংশ।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটি বাসে আগুন ধরে যায়। সেই দুর্ঘটনায় জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। তার আগে রাজস্থানের জৈসলমেরে বাস দুর্ঘটনায়ও অনেকের প্রাণ গিয়েছে। সেই প্রসঙ্গ টেনে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বার বার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। তবুও চালকেরা সাবধানতা অবলম্বন করে গাড়ি চালান না। বাসের চালক বিপজ্জনক ভাবে ওভারটেক করে গিয়েছিলেন। গাড়ির চালক অল্পের জন্য বেঁচে গিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement