Viral Video

নকল রেখে সোনার আংটি চুরি! ক্রেতা সেজে গয়নার দোকানের কর্মীর সামনে হাতসাফাই দুই মহিলার, ভাইরাল ভিডিয়ো

আসল সোনার আংটিটি দেখার অজুহাতে হাতে নিয়ে কায়দা করে সেই জায়গায় নকল সোনার আংটি রেখে দেন এক মহিলা। আড়ালে পাশে বসে থাকা মহিলার হাতে আসল সোনার আংটিটি দিয়ে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৩:৩৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ক্রেতা সেজে সোনার দোকানে গিয়েছিলেন দুই মহিলা। দোকানের কর্মীর কাছে গিয়ে সোনার আংটি দেখানোর জন্য অনুরোধ করেছিলেন তাঁরা। ক্রেতার অনুরোধ মেনে বাক্স নামিয়ে সোনার আংটি দেখাতে শুরু করলেন দোকানের তরুণী কর্মী। একটি বাক্স রেখে ওই কর্মী যখন দ্বিতীয় বাক্স নেওয়ার জন্য পিছনে ঘুরেছেন, সেই সুযোগে বাক্স থেকে একটি আংটি তুলে তার জায়গায় নকল আংটি রেখে দিলেন এক মহিলা।

Advertisement

তার পর চুরি করা সোনার আংটিটি পাশে বসে থাকা মহিলার হাতে চুপি চুপি দিয়ে দিলেন। দুই মহিলার এত নিপুণ ভাবে হাতসাফাই করলেন যে, তা দোকানের কর্মীর নজরে ধরাই পড়ল না। তিনি আবার চুপচাপ বাক্সটি সরিয়ে দিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘মিস্টার ত্যাগী’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সোনার দোকানে গিয়ে ক্রেতা সেজে সোনার আংটি চুরি করছেন দুই মহিলা। আসল সোনার আংটিটি দেখার অজুহাতে হাতে নিয়ে কায়দা করে সেই জায়গায় নকল সোনার আংটি রেখে দেন এক মহিলা। আড়ালে পাশে বসে থাকা মহিলার হাতে আসল সোনার আংটিটি দিয়ে দেন তিনি। আংটির বাক্সটি সরানোর সময় এক বার সে দিকে ভাল করে দেখলেন দোকানের কর্মী। কিন্তু সেখান থেকে যে একটি আংটি চুরি গিয়েছে, তা ধরতে পারলেন না তিনি।

Advertisement

নকল সোনার আংটি সমেত বাক্সটি সরিয়ে ফেললেন তরুণী। আবার দ্বিতীয় একটি বাক্স নিয়ে আংটি দেখাতে শুরু করলেন ক্রেতারূপী দুই চোরকে। সম্প্রতি এই ঘটনাটি দিল্লির লক্ষ্মীনগর এলাকার একটি সোনার দোকানে ঘটেছে। সেই দোকানে দুই মহিলা ক্রেতা সেজে যে হাতসাফাই করেছেন তার সিসিটিভি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।

ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মহিলা এত নিপুণ ভাবে আসল আংটিটি সরিয়ে নকল আংটিটি বাক্সে রেখে দিলেন যে, ভাল করে লক্ষ না করলে তা নজরেই পড়বে না।’’ নেটপাড়ার অধিকাংশ দোকানের মালিককে ওই দুই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement