Viral Video

‘বাচ্চার খেয়াল রাখতে পারলে না!’ সন্তানকে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে তরুণকে ‘ধমক’ মা হাতির, মজার ভিডিয়ো ভাইরাল

তরুণকে ও ভাবে দৌড়োতে দেখে চমকে যায় শাবকটি। সে-ও সেখান থেকে দৌড়ে পালাতে যাচ্ছিল। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে মুখ থুবড়ে নীচে পড়ে গেল শাবকটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১০:৫৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হস্তীশাবককে দেখে তার দিকে দৌড়ে যাচ্ছিলেন এক তরুণ। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে মুখ থুবড়ে নীচে পড়ে গেল শাবকটি। তা দেখে হাতির শাবকের কাছে ছুটে গেল তার বাবা-মা। সন্তানের অবস্থা দেখে তরুণের দিকে ঘাড় ঘুরিয়ে, শুঁড় তুলে জোরে ‘ধমক’ দিল মা হাতি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক স্ত্রী হাতি শুঁড় তুলে এক তরুণের সামনে দাঁড়িয়ে রয়েছে। মাটি থেকে ধুলো উড়িয়ে তরুণের দিকে তাকিয়ে খুব জোরে ডাকল সেই হাতিটি। আসলে, এক হস্তীশাবককে দেখে মজা করে তার দিকে দৌড়ে যাচ্ছিলেন সেই তরুণ। তরুণকে ও ভাবে দৌড়োতে দেখে চমকে যায় শাবকটি। সে-ও সেখান থেকে দৌড়ে পালাতে যাচ্ছিল।

কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে মুখ থুবড়ে নীচে পড়ে গেল শাবকটি। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল হাতির শাবকের বাবা-মা। সন্তানের বিপদ দেখে সে দিকে ছুটে যায় দুই অভিভাবক। হস্তীর শাবককে পড়ে যেতে দেখে হাসতে শুরু করে দেন সেই তরুণ। তা দেখে আরও খেপে যায় মা হাতি।

Advertisement

তরুণের সামনে গিয়ে শুঁড় তুলে, মাটি থেকে ধুলো উড়িয়ে দেয় সে। জোরে ডাক দিয়ে তরুণকে ‘ধমক’ দিয়ে সন্তানকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় সে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘মায়ের আদরের সন্তানের খেয়াল রাখতে পারেনি বলে তরুণকে জোর বকা দিয়েছে হাতিটি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement