ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিমানে সফর করার আগে রাস্তা থেকে প্রচুর ফল কিনে ফেলেছিলেন এক ব্যক্তি। বাড়ি থেকে বিমানবন্দর বহু দূর। গাড়িতে খিদে পেলে ফল খেয়েই পেট ভরাতে পারবেন তা ভেবেই ফল কিনেছিলেন তিনি। কিন্তু রাস্তায় যেতে যেতে দোকান থেকে অন্য জিনিস খেতে শুরু করল তাঁর পরিবার। ফলে, তাঁর কেনা ফল অধরাই পড়ে রইল গাড়িতে। বিমানবন্দরে নামার সময় সকলেই তা খেয়াল করলেন। এ দিকে, বিমানে সেই ফলটি নিয়ে ওঠা নিষিদ্ধ। অগত্যা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে আধ ঘণ্টার মধ্যে সব ফলগুলি খেয়ে শেষ করলেন পরিবারের সদস্যেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সেজ়ডটকম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে এক তরুণ জোর করে ফল খেয়ে যাচ্ছেন। ফল খেতে খেতে গা গুলিয়ে উঠছে তাঁর। তবুও খাওয়ার সময় তাড়াহুড়ো করতে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি এই ঘটনাটি তাইল্যান্ডের চিয়াং মাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণের নাম লি। বিমানবন্দর থেকে তাঁর বাড়ির দূরত্ব অনেক। পুরো পরিবার মিলে বিমানে সফর করার কথা ছিল তাঁদের। সেই উপলক্ষে বাড়ি থেকে বিমানবন্দর যাওয়ার জন্য গাড়িতে চেপেছিলেন তাঁরা। সড়কপথে পরিবারের ক্ষুধা নিবারণ করতে ডুরিয়ান নামের একটি ফল কিনেছিলেন লিয়ের বাবা। সাড়ে ৫ কেজি ওজনের ফল কিনেছিলেন তিনি।
সাধারণত, দক্ষিণ-পূর্ব এশিয়ার 'ফলের রাজা' বলা হয় ডুরিয়ান ফলটিকে। তীব্র গন্ধ এবং আয়তনের সঙ্গে সাদৃশ্য থাকার কারণে অনেক সময় কাঁঠালের সঙ্গেও ডুরিয়ানের তুলনা করা হয়। তীব্র গন্ধের জন্য এটি অনেক জায়গায় গণপরিবহনে নিষিদ্ধ করা হয়েছে। লিয়ের দাবি, রাস্তার জন্য ফল কেনা হলেও পরিবারের কোনও সদস্যই তা মুখে তোলেননি। বরং, রাস্তার ধারের দোকান থেকে প্রচুর জিনিস কিনে খেয়েছেন তাঁরা।
বিমানবন্দরে নামার সময় তাঁরা খেয়াল করেন যে, গাড়ির ভিতর সাড়ে ৫ কেজি ডুরিয়ান পড়ে রয়েছে। তা দেখেই বিপাকে পড়লেন তাঁরা। এত ফল নিয়ে বিমান সফরও করা যাবে না। অন্য দিকে, এত খরচ করে কেনা ফল বিমানবন্দরের বাইরে ফেলেও যেতে পারবেন না তাঁরা। কোনও উপায় না দেখে বিমানবন্দরের বাইরে দাঁড়িয়েই ডুরিয়ান খেতে শুরু করলেন তাঁরা।
লিয়ের দাবি, আধ ঘণ্টার মধ্যে পরিবারের প্রত্যেক সদস্য ৪ থেকে ৫টি ফল খেয়ে তার পর বিমানবন্দরে প্রবেশ করেছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এ ভাবেই পয়সা উসুল করতে হয়।’’