Bizarre

নকল স্ফীতোদরে অন্তঃসত্ত্বা হওয়ার নাটক, সিলিকনের পুতুল কিনে সন্তান জন্মের ভুয়ো খবর রটিয়ে বিপাকে তরুণী

নকল স্ফীতোদর পরে ছবি তুলে অন্তঃসত্ত্বা হওয়ার ভুয়ো খবর ছড়িয়ে দেন কিরা। এমনকি, সন্তানের লিঙ্গ জানানোর জন্য অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০৭:৪৮
Share:

নকল স্ফীতোদর পরে তরুণী। ছবি: সংগৃহীত।

কখনও স্ফীতোদরে হাত রেখে হাসিমুখে ছবি, কখনও আবার সন্তানের লিঙ্গ জানানোর বিশেষ অনুষ্ঠানের ছবি পোস্ট করে সমাজমাধ্যমের পাতা ভরিয়ে দিচ্ছিলেন তরুণী। এমনকি, সদ্যোজাতের ছবি পোস্ট করে তরুণী জানান যে, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু তার কয়েক দিন পরেই তরুণীর জীবনে অন্ধকার নেমে আসে। তরুণী জানান যে, তাঁর শিশুকন্যা জন্মের কয়েক দিন পরেই মারা গিয়েছেন। তার পরেই বিপাকে পড়েন তিনি। আসলে, অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা থেকে শুরু করে সন্তানের জন্ম দেওয়ার ঘটনা— সমস্ত কিছুই তরুণীর মনগড়া, নকল। আদতে কখনও অন্তঃসত্ত্বাই হননি তিনি। কন্যাসন্তানের জন্ম দেওয়া তো অনেক দূরের ব্যাপার।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২২ বছর বয়সি তরুণীর নাম কিরা কাজ়িন্স। স্কটল্যান্ডের বাসিন্দা কিরা। পেশায় নেটপ্রভাবী তিনি। ১০ অক্টোবর কিরা সমাজমাধ্যমে পোস্ট করে জানান যে, তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কন্যার নাম রেখেছেন বনি লেই জয়েস। নকল স্ফীতোদর পরে ছবি তুলে অন্তঃসত্ত্বা হওয়ার ভুয়ো খবর ছড়িয়ে দেন কিরা। এমনকি, সন্তানের লিঙ্গ জানানোর জন্য অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন তরুণী।

সন্তানের জন্মের আগে স্ক্যান রিপোর্টের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে কিরা জানিয়েছিলেন যে, তাঁর সন্তানের হার্টের সমস্যা রয়েছে। ১০ অক্টোবর এক সদ্যোজাতের ছবি পোস্ট করে কিরা ঘোষণা করেন যে, তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তা আসলে ছিল সিলিকনের পুতুল। পুতুলটি অবিকল সদ্যোজাতের মতোই দেখতে। কিন্তু পুরো নাটকটিই মায়ের কাছ থেকে লুকিয়ে রেখে করছিলেন কিরা।

Advertisement

সিলিকনের পুতুল। ছবি: সংগৃহীত।

পরে মায়ের একটি কাজেই সে মিথ্যা ধরা পড়ে। কিরার বেডরুম পরিষ্কার করতে গিয়ে সিলিকনের পুতুলটি খুঁজে পান তাঁর মা। পুতুলটি অপ্রয়োজনীয় মনে করে তা ফেলেও দেন তিনি। তখনই মুশকিলে পড়ে যান কিরা। এই মিথ্যা গল্প ফেঁদে সমাজমাধ্যমে অনুরাগীর সংখ্যা বাড়তে শুরু করেছিল তাঁর। কিন্তু সিলিকনের পুতুল ছাড়া কিরা অসহায়। তাই আবার নতুন গল্প বুনতে হল তাঁকে। ‘‘আমার সন্তান জন্মের কয়েক দিন পরেই মারা গেল’’— এই ভুয়ো খবর জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। তা দেখেই সন্দেহ জাগে কিরার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের।

তাঁদের দাবি, কিরার সন্তানকে তাঁরা কখনও কাঁদতে শোনেনি। এমনকি, কিরা তাঁর সন্তানকে কখনও কারও কোলে নিতে দিতেন না। কিরার মিথ্যা ধরা পড়ে যাওয়ায় আর বিষয়টিকে আড়াল করতে চাননি তিনি। সমাজমাধ্যমে পোস্ট করে কিরা লেখেন, ‘‘আমি কখনওই অন্তঃসত্ত্বা ছিলাম না। নকল স্ফীতোদর এবং সিলিকনের পুতুল ব্যবহার করে গল্প ফেঁদেছিলাম। পুতুলটি চোখমুখ নাড়াতে পারত। এমনকি, হাত-পাও ছুড়তে পারত। সেটি এতটাই নিখুঁত ছিল যে, পুতুল বলে মনে করাই কঠিন ছিল।’’ স্বীকারোক্তি করে পুরনো ছবিগুলি সমাজমাধ্যমের পাতা থেকে মুছে দেন কিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement