(এআই সহায়তায় প্রণীত)
শৈশব থেকেই মাসির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বোনঝির। তরুণীর জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে সব সময় অবগত থাকেন মাসি। এমনকি, কোনও গোপন কথাও মাসির সঙ্গে ভাগ করে নিতেন তরুণী। মাসির পরামর্শ মেনে কোনও সিদ্ধান্ত নিয়ে ঠকতে হয়নি তাঁকে। বরং জীবনে আরও কয়েকটি পদক্ষেপ এগিয়ে গিয়েছেন তিনি। সুখ-দুঃখের সঙ্গিনীর নিঃসঙ্গতা দেখেই তাই ব্যাকুল হয়ে উঠেছেন তরুণী। বিবাহবিচ্ছিন্না মাসির জীবন যেন আবার প্রেমের জোয়ারে ভেসে যায়, তেমন ইচ্ছা রয়েছে তরুণীর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সে বিষয়ে পোস্ট (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) করে উল্লেখও করেছেন তিনি।
‘আর/মিডটোয়েন্টিজ়ইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে নিজের মাসির কথা উল্লেখ করেছেন এক তরুণী। তাঁর মাসির বয়স ৩৯ বছর। তরুণীর মায়ের সবচেয়ে ছোট বোন। কম বয়সেই বিয়ে হয়ে যায় মাসির। শৈশব থেকেই তরুণীর খুব কাছের মানুষ তাঁর মাসি। জীবনে সব ক্ষেত্রে মাসির পরামর্শ নিতেন। সমস্ত গোপন কথাই নির্দ্বিধায় জানাতে পারতেন মাসিকে। কিন্তু বিয়ের পর মাসির জীবন সুখকর ছিল না। অন্দরসজ্জা নিয়ে পড়াশোনা করেছেন মাসি। পোশাক-পরিচ্ছদ নিয়েও তাঁর শৈলী প্রশংসনীয়। বিয়ের পর পুত্রসন্তানের জন্ম দেন তরুণীর মাসি।
কিন্তু বিয়ের কয়েক বছর পর তিনি জানতে পারেন যে, তাঁর স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। পরিবারের অনেকেই মাসিকে মানিয়ে-গুছিয়ে সংসার যাপন করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মাসি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তিন বছর আগে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর। ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান তিনি। বিবাহবিচ্ছেদের সময় কোনও খোরপোশ দাবি করেননি তিনি। ছেলেকে নিয়ে একাই সংসার চালাচ্ছেন। মাসির এমন নিঃসঙ্গ জীবন দেখে চিন্তিত হয়ে পড়েছেন তাঁর বোনঝি।
কঠিন সময়ে মাসিকে পাশেই পেয়েছেন তরুণী। বর্তমানে মাসিকে এ ভাবে জীবন যাপন করতে দেখে মনখারাপ হয় তরুণীর। তাই মাসির জীবনে নতুন রং আনতে অনলাইন ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন তিনি। মাসির কিছু সাহসী ছবি পোস্ট করতে চেয়েছিলেন তরুণী। কিন্তু তাঁর মাসি তীব্র আপত্তি জানিয়েছেন।
মাসির জীবনে যে নতুন প্রেম আসতে পারে, তা ভেবেই আনন্দ ধরে রাখতে পারছেন না তরুণী। পুরো ঘটনাটি জানিয়ে নেটাগরিকদের কাছে পরামর্শও চেয়েছেন তিনি। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘মাসির ভাল ভাবতে গিয়ে দেখবেন যেন কোনও বিপদ না হয়। তিনি যদি কারও সঙ্গে সম্পর্কে জড়াতে না চান, তা হলে অকারণে জোর করবেন না।’’