Bizarre

বন্দে ভারতের শৌচালয়ে ফেলে এসেছিলেন হাতঘড়ি! মাঝরাতে অভিযোগ জানানোর পরেও রেলের দ্রুত পদক্ষেপে অভিভূত তরুণ

শুক্রবার রাতে বন্দে ভারত ট্রেনে সফর করে এগমোর পৌঁছোন তরুণ। রাত ১১টার সময় বাড়িও ঢুকে যান তিনি। বাড়ি ফেরার পর তিনি খেয়াল করেন যে, হাতঘড়িটি বন্দে ভারতের শৌচালয়েই ফেলে চলে এসেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১১:৪৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ট্রেন সফর করে মাঝরাতে বাড়ি ফিরেছেন তরুণ। কিন্তু বাড়ি ফিরেই মাথায় হাত পড়ল তাঁর। হাতমুখ ধুতে গিয়ে হাতঘড়িটি ট্রেনের শৌচালয়েই ফেলে চলে এসেছেন তরুণ। এখন সেই শখের ঘড়িটি ফিরে পাবেন কী করে? সম্ভাবনা ক্ষীণ হলেও ঘড়িটি ফিরে পাওয়ার আশায় মাঝরাতে রেলের ওয়েবসাইট খুলে বসে পড়লেন তরুণ। অনলাইন মাধ্যমে হাতঘড়ি হারানোর অভিযোগ দায়ের করলেন তিনি। অভিযোগ দায়ের করার ৪০ মিনিটের মধ্যে রেল যে ‘ম্যাজিক’ দেখাল, তা দেখে অভিভূত হয়ে পড়লেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ঘটনাটি উল্লেখ করে একটি পোস্ট করেছেন তরুণ (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘গুরু ব্রুনো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি পোস্ট করা হয়েছে। পোস্টে সেই তরুণ উল্লেখ করেছেন যে, তিনি পেশায় চিকিৎসক এবং চেন্নাইয়ের বাসিন্দা। শুক্রবার রাতে বন্দে ভারত ট্রেনে সফর করে এগমোর পৌঁছোন তিনি। রাত ১১টার সময় বাড়িও ঢুকে যান। বাড়ি ফেরার পর তিনি খেয়াল করেন যে, হাতঘড়িটি বন্দে ভারতের শৌচালয়েই ফেলে চলে এসেছেন। কী ভাবে শখের হাতঘড়িটি আবার ফেরত পাবেন তা নিয়ে সাতপাঁচ ভাবছিলেন তরুণ। মাঝরাতেই ল্যাপটপ খুলে বসেন তিনি। রেলের ওয়েবসাইট খুলে অনলাইনে হাতঘড়ি হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন তরুণ।

তরুণের দাবি, অভিযোগ দায়ের করার তিন মিনিটের মাথায় রেলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাটি বিস্তারে রেল কর্তৃপক্ষকে জানান তিনি। ২১ মিনিট পর রেলকর্মী ওই তরুণকে ফোন করে জানান যে, ট্রেনটি ইতিমধ্যে ইয়ার্ডে ফিরে গিয়েছে। সেখানে গিয়ে তল্লাশি চালাবেন রেলকর্মীরা। কিছু ক্ষণ পর হাতঘড়িটির ছবি তুলে তরুণের ফোনে পাঠিয়ে দেওয়া হয়। তরুণ নিশ্চিত হয়ে রেল কর্তৃপক্ষকে জানান যে, এই হাতঘড়িটি তাঁরই। শনিবার সকালে স্টেশনে গিয়েছিলেন তরুণ।

Advertisement

প্রমাণস্বরূপ আধার এবং ট্রেনের টিকিটের ফোটোকপি জমা দিয়ে নিজের হারিয়ে যাওয়া হাতঘড়িটি সংগ্রহ করেন তিনি। অভিযোগ দায়ের করার ৪০ মিনিটের মাথায় তিনি যে তাঁর হারিয়ে যাওয়া হাতঘড়ির সন্ধান পেয়েছেন, তা দেখার পর অভিভূত হয়ে গিয়েছেন তরুণ। রেল কর্তৃপক্ষের এই তৎপরতার প্রশংসাও করেছেন তিনি। এই পোস্টটি পড়ার পর এক জন নেটাগরিক যদিও মজা করে লিখেছেন, ‘‘আপনার ভাগ্য খুব ভাল যে, ট্রেনে হারিয়ে যাওয়া জিনিস আবার ফেরত পেয়েছেন। এত দ্রুত পদক্ষেপ করে রেল আপনাকে ম্যাজিক দেখিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement