Viral Video

সরু গলিতে একা পেয়ে জোর করে চুম্বন! তরুণের কাণ্ডে হতভম্ব তরুণী, সিসিটিভি দেখে ধরল পুলিশ, ভাইরাল ভিডিয়ো

এক তরুণী বড় রাস্তা থেকে সরু গলিতে বাঁক নিয়ে হেঁটে যাচ্ছিলেন। তরুণীর পাশাপাশি সেই গলিতে হাঁটতে শুরু করেন এক তরুণ। হাঁটার সময় বার বার তরুণীর দিকে তাকাচ্ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:১৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিকেলবেলা একা একা হেঁটে বাড়ি ফিরছিলেন এক তরুণী। বড় রাস্তা থেকে সরু গলিতে বাঁক নিতেই তাঁর পাশাপাশি হাঁটতে শুরু করলেন এক তরুণ। হাঁটতে হাঁটতে বার বার তরুণীর দিকে ঘুরে তাকাচ্ছিলেন তিনি। অভিযোগ, সুযোগ পেয়ে তরুণীর ঘাড় ধরে তাঁকে জোর করে চুমু খান সেই তরুণ। বহু ক্ষণ ধরে চুমু খেয়ে আবার একই রাস্তা দিয়ে ফিরে যান তিনি। এই ঘটনার তৎপরতায় তরুণী এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে, তিনি নিঃশব্দে তাড়াতাড়ি হেঁটে সেই গলি থেকে বেরিয়ে যান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইউপি কংগ্রেস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ জোর করে মাঝরাস্তায় এক তরুণীর ঘাড় ধরে তাঁকে চুমু খেয়ে আবার অন্য দিকে চলে গেলেন। সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি মঙ্গলবার বিকেলে উত্তরপ্রদেশের বিজনৌরে ঘটেছে। এক তরুণী বড় রাস্তা থেকে সরু গলিতে বাঁক নিয়ে হেঁটে যাচ্ছিলেন। তরুণীর পাশাপাশি সেই গলিতে হাঁটতে শুরু করেন এক তরুণ।

হাঁটার সময় বার বার তরুণীর দিকে তাকাচ্ছিলেন তিনি। হঠাৎ মাঝরাস্তায় তরুণীর ঘাড় শক্ত করে চেপে ধরেন তিনি। তার পর জোর করে তরুণীকে চুমু খেতে শুরু করেন। চুমু খাওয়ার পর আবার যে রাস্তা দিয়ে এসেছিলেন, সেই অভিমুখেই ধীরে ধীরে হেঁটে চলে গেলেন তরুণ। তরুণী পুরো ঘটনায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে, কী করবেন বুঝতে পারছিলেন না।

Advertisement

হাতে সামান্য চোট পাওয়ায় তা দেখতে দেখতে তিনি তাড়াতাড়ি সেই গলি থেকে বেরিয়ে গেলেন। শনিবার দুপুরে ‘বিজনৌর পুলিশ’ নামের অ্যাকাউন্ট থেকে এই প্রসঙ্গে পোস্ট করে জানানো হয় যে, তরুণের বিরুদ্ধে নজীবাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণকে শনাক্তও করে ফেলেছে তারা। তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement