Viral Video

প্রেমিকাকে ছেড়ে অন্য মহিলার হাত ধরলেন প্রেমিক! মেট্রোর চলন্ত সিঁড়িতে তরুণকে কষিয়ে চড় তরুণীর, ভাইরাল ভিডিয়ো

মহিলাকে ভয় পেতে দেখে তাঁর হাত ধরে ফেলেন তরুণ। তার পর চলন্ত সিঁড়ির প্রথম ধাপে একসঙ্গে পা রাখেন। প্রেমিকাও যে তাঁর সঙ্গে রয়েছেন, সে কথা দিব্যি ভুলে গেলেন তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৯:৪৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেট্রোয় উঠবেন বলে চলন্ত সিঁড়িতে উঠে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন এক তরুণ। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকাও। কিন্তু সিঁড়িতে ওঠার সময় প্রেমিকার কথা দিব্যি ভুলেই গেলেন তিনি! চলন্ত সিঁড়ির মুখে অন্য এক মহিলা দাঁড়িয়েছিলেন। চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পাচ্ছিলেন তিনি। তাঁকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই তরুণ। তরুণের হাত ধরে ওই মহিলা চলন্ত সিঁড়িতে উঠে পড়লেন। ধন্যবাদও জানালেন তরুণকে। কিন্তু অপরিচিতাকে সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অফিসিয়ালকৃতি_০৫’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পাচ্ছিলেন। সেই সময় প্রেমিকার সঙ্গে চলন্ত সিঁড়িতে উঠতে যাচ্ছিলেন এক তরুণ। মহিলাকে ভয় পেতে দেখে তাঁর হাত ধরে ফেলেন তরুণ। তার পর চলন্ত সিঁড়ির প্রথম ধাপে একসঙ্গে পা রাখেন। প্রেমিকাও যে তাঁর সঙ্গে রয়েছেন, সে কথা দিব্যি ভুলে গেলেন তরুণ। তবে সাহায্য করেছেন বলে অপরিচিতার কাছে ধন্যবাদ পেলেন তিনি। কিন্তু পিছনে ঘুরে তাকাতেই তিনি টের পেলেন যে, বিপদ আসন্ন।

তাঁর প্রেমিকা তখনও চলন্ত সিঁড়িতে ওঠেননি। নীচে দাঁড়িয়ে প্রেমিকের কাণ্ডকারখানা দেখছিলেন তিনি। তাঁর উপস্থিতিতে অন্য মহিলার হাত ধরে যে তাঁর প্রেমিক দিব্যি চলন্ত সিঁড়িতে উঠে পড়লেন, সেই দৃশ্যই দেখছিলেন তরুণী। প্রেমিকার মান ভাঙাতে আবার উল্টো পথে হাঁটা লাগালেন তরুণ। চলন্ত সিঁড়ির বিপরীত দিকে নামতে শুরু করলেন তিনি। তরুণীও তত ক্ষণে সিঁড়িতে উঠে পড়েছেন।

Advertisement

প্রেমিকার সামনে যেতেই তরুণের গালে কষিয়ে চড় বসিয়ে দিলেন তরুণী। তরুণও সকলের সামনে মার খেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। প্রেমিকার রাগ ভাঙানোর চেষ্টা চালিয়ে যেতে থাকলেন ক্রমাগত। এই ঘটনাটি কোনও মেট্রো স্টেশনে ঘটলেও কবে এবং কোথায় ঘটেছে সে বিষয়ে ভিডিয়ো থেকে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রেমিকাকে ছেড়ে অন্য মহিলার হাত ধরা! এমন দুঃসাহস কারও দেখিনি আমি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement