Viral Video

‘খোসার দাম দেব না’, দোকানে দাঁড়িয়েই কলার খোসা ছাড়াতে শুরু করলেন তরুণী, পেলেন মোক্ষম জবাবও, ভাইরাল ভিডিয়ো

খোসাসুদ্ধ কলা কিনলে ওজন বেড়ে যায়। বেশি ওজন হলে তরুণীকে বেশি দামও দিতে হয়। তাই অকারণে অপ্রয়োজনীয় জিনিসের জন্য খরচ করতে রাজি নন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১২:২২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কলা খাবেন, কিন্তু কলার খোসা তো খাবেন না। তা হলে অকারণে আর ওজন বাড়িয়ে নিজের খরচ কেনই বা বাড়াতে যাবেন? তাই দোকানের সামনে দাঁড়িয়েই কলার খোসা ছাড়াতে শুরু করলেন তরুণী। তাঁর ভাবগতিক দেখে হতবাক হয়ে গেলেন দোকানে উপস্থিত অন্য ক্রেতারা। তবে, অন্যায় করে পার পেলেন না তিনি। অদ্ভুত যুক্তি দেখিয়ে অশান্তি করার জন্য তরুণী পেলেন মোক্ষম জবাব। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ট্রেন্ডিং.টেক্সাস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী দোকানের ক্যাশ কাউন্টারের সামনে কলার খোসা ছাড়িয়ে যাচ্ছেন। তাঁর দাবি, তিনি তো কলার খোসা খান না। তা হলে কলার খোসার দামই বা দেবেন কেন? খোসাসুদ্ধ কলা কিনলে ওজন বেড়ে যায়। বেশি ওজন হলে তরুণীকে বেশি দামও দিতে হবে। তাই অকারণে অপ্রয়োজনীয় জিনিসের জন্য খরচ করতে রাজি নন তরুণী।

ক্যাশ কাউন্টারের ও পারে এক ব্যক্তি সমস্ত হিসেবনিকেশ রাখছিলেন। তরুণীর কাণ্ড দেখে খেপে গেলেন তিনি। অবাক হয়ে গেলেন তরুণীর অদ্ভুত যুক্তি শুনেও। কলার পাশাপাশি এক বাক্স ডিম কিনেছিলেন তরুণী। তা দেখে তরুণীকে উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন ক্যাশ কাউন্টারে থাকা সেই ব্যক্তি। ডিম ফাটিয়ে তার খোলাগুলি ফেলে দিতে শুরু করলেন তিনি।

Advertisement

পাল্টা যুক্তি দেখিয়ে তিনি বললেন, ‘‘এগুলিও তো ডিমের অপ্রয়োজনীয় অংশ। তা হলে আলাদা করে দিলেই ভাল।’’ মোক্ষম জবাব পেয়ে তরুণী রেগে যান। ব্যক্তির মুখে কলার খোসা ছুড়ে মারেন তিনি। ওই ব্যক্তিও তরুণীর উদ্দেশে ডিম ছুড়ে মারেন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ওই ব্যক্তিকে সমর্থন করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণীকে একেবারে সঠিক জবাব দিয়েছেন। এমন আচরণ কেউ করেন নাকি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement