ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বন্ধুবান্ধবের সঙ্গে রেস্তরাঁয় বার্গার খেতে গিয়েছিলেন তরুণ। খাবার অর্ডার করে টেবিলে বসে গল্পগুজব করছিলেন তাঁরা। অন্য একটি দলও সেই সময় রেস্তরাঁয় ঢুকে খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু খাবার পরিবেশন করার পরেই বাধল গন্ডগোল। ভুল খাবার ভুল টেবিলে পরিবেশন করে ফেলেছিলেন রেস্তরাঁর কর্মী।
কিন্তু নিজের ভুল স্বীকার না করে ক্রেতাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেন তিনি। তার পরেই দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল অশান্তি। ঝামেলা থামাতে রেস্তরাঁয় হাজির হয় পুলিশ। রেস্তরাঁ থেকে ৭ জনকে গ্রেফতারও করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আনলিমিটেড এল’এস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক রেস্তরাঁর ভিতর ক্রেতাদের মধ্যে তুমুল অশান্তি চলছে। মাটিতে ফেলে পরস্পরকে নাগাড়ে কিল-ঘুষি মেরে চলেছেন তাঁরা। এই ঘটনাটি ৫ অক্টোবর টেক্সাসের একটি বার্গারের দোকানে ঘটেছে। রেস্তরাঁয় অশান্তির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। সেখান থেকে ৭ জনকে গ্রেফতারও করা হয়।
যদিও গ্রেফতারির পরের দিন তাঁদের সকলকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি, রেস্তরাঁর ভিতর বন্ধুবান্ধব নিয়ে গিয়েছিলেন এক তরুণ। একই সময়ে অন্য একটি দলও সেখানে পৌঁছোয়। দু’পক্ষই নিজেদের পছন্দমতো অর্ডার দিয়ে টেবিলে অপেক্ষা করছিলেন। কিন্তু অর্ডার মিলিয়ে খাবার পরিবেশন করতে গিয়ে গোলমাল করে বসেন রেস্তরাঁর কর্মী। তরুণ ক্রেতা এবং তাঁর সঙ্গীদের ভুল খাবার পরিবেশন করে ফেলেন তিনি।
তরুণ আপত্তি জানালে নিজের ভুল স্বীকার করতে চাননি রেস্তরাঁর কর্মী। পরিবর্তে তিনি যাঁদের অর্ডার অনুযায়ী খাবার পরিবেশন করেছিলেন, তাঁদের সঙ্গে তরুণের সঙ্গীসাথীর ঝামেলা বাধিয়ে দেন। তা নিয়ে রেস্তরাঁর মধ্যেই দু’পক্ষের অশান্তি শুরু হয়ে যায়। দুই পক্ষের বচসা ক্ষণিকের মধ্যেই হাতাহাতিতে পরিণত হয়। ঘটনাস্থলে পৌঁছে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি।