Bizarre

মেট্রোর ভিড়ে দেখা হল প্রাক্তন প্রেমিকার সঙ্গে! সম্পর্ক ভাঙার তিন বছর পর প্রথম দেখায় কী করলেন তরুণ?

একদৃষ্টে তরুণীর দিকে তাকিয়েছিলেন। মেট্রোয় উঠে তরুণকে দেখতে পেলেন তাঁর প্রাক্তন। চোখে চোখ পড়তেই প্রাক্তন প্রেমিককে দেখে মুচকি হাসলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:২৮
Share:

ছবি: সংগৃহীত।

কাজ সেরে অফিস থেকে বাড়ি ফিরছিলেন তরুণ। মেট্রোয় উঠে পড়ে নিজের খেয়ালেই ডুবে গিয়েছিলেন তিনি। হঠাৎ তাঁর চিন্তার ঘোর কেটে গেল। মেট্রোটি একটি স্টেশনে পৌঁছোতেই ভিড় ঠেলে উঠলেন প্রচুর যাত্রী। সেই ভিড়ের মধ্যেই এক চেনা মুখ ভেসে উঠল। এ যে তাঁর প্রাক্তন প্রেমিকা! তিন বছর পর প্রাক্তন প্রেমিকাকে দেখছেন তিনি। হতভম্ব হয়ে একদৃষ্টে তরুণীর দিকেই তাকিয়ে ছিলেন তিনি। ভাগ্যের কী দশা! মেট্রোয় ওঠার পর দাঁড়ানোর জায়গা খুঁজতে গিয়ে প্রাক্তন প্রেমিকের চোখেই চোখ পড়ল তরুণীর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ঘটনার উল্লেখ করেই পোস্ট করা হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/দ্বারকাদিল্লি’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে এক তরুণ লিখে জানিয়েছেন যে, অফিস থেকে কাজ সেরে বাড়ি ফেরার জন্য মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন তিনি। দিল্লির বাসিন্দা সেই তরুণ। গুরুগ্রাম থেকে গ্রিন পার্কের দিকে যাওয়ার কথা ছিল তাঁর। মেট্রোয় ওঠার পর নিজের চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন তিনি। তরুণের দাবি, মেট্রোটি রাজীব চক স্টেশনে পৌঁছোতেই চমকে গেলেন তিনি। স্টেশন থেকে মেট্রোর ভিড় ঠেলে উঠলেন তাঁর প্রাক্তন প্রেমিকা।

২০২২ সালে সম্পর্ক ভেঙে গিয়েছিল তাঁদের। তার পর আর কোনও যোগাযোগ নেই দু’জনের মধ্যে। তিন বছর পর প্রাক্তন প্রেমিকাকে সামনে দেখলেন তিনি। তরুণীকে দেখে যেন আবেগে ভেসে গিয়েছিলেন তিনি। একদৃষ্টে তরুণীর দিকে তাকিয়েছিলেন। মেট্রোয় উঠে তরুণকে দেখতে পেলেন তাঁর প্রাক্তন। চোখে চোখ পড়তেই প্রাক্তন প্রেমিককে দেখে মুচকি হাসলেন তরুণী।

Advertisement

তাঁর কাছে এগিয়ে গিয়ে বললেন, ‘‘অনেক দিন পর তোমায় দেখলাম।’’ তরুণ বুঝে উঠতে পারছিলেন না যে, কী নিয়ে প্রাক্তন প্রেমিকার সঙ্গে কথা বলবেন। কিছু বুঝতে না পেরে কর্মজীবন নিয়ে কথা বলতে শুরু করলেন তিনি। তার পর কিছু ক্ষণ অপ্রাসঙ্গিক আলোচনা করার পর দু’জনেই নিশ্চুপ হয়ে যান। এই পরিস্থিতিতে অপ্রস্তুত হয়ে পড়ছিলেন তরুণ।

মেট্রো থেকে নামার সময় তরুণী বললেন, ‘‘দেখা হয়ে ভাল লাগল।’’ তরুণও প্রত্যুত্তরে কী বলবেন তা বুঝতে না পেরে হাসিমুখে বলে ফেললেন, ‘‘হ্যাঁ। আমারও ভাল লাগল।’’ মন চাইলেও যেন বাক‌্‌রুদ্ধ হয়ে পড়েছিলেন তিনি। প্রাক্তন প্রেমিকা নির্দিষ্ট স্টেশনে নেমে পড়লেও তরুণ যেন ভাবনার সাগরে তলিয়ে গেলেন। তরুণের দাবি, নিজের গন্তব্য স্টেশন কখন পার করে চলে গিয়েছিলেন, সে খেয়ালও ছিল না। তিন বছর আগে ভেঙে যাওয়া সম্পর্কের স্মৃতিই নাকি যাপন করতে শুরু করে দিয়েছিলেন তিনি।

তরুণের দাবি, তিনি ভেবেছিলেন সম্পর্ক ভাঙার পর প্রাক্তন প্রেমিকার প্রতি আর কোনও অনুভূতি ছিল না। কিন্তু তিন বছর পর এই হঠাৎ দেখা তরুণের মনে ঝড় তুলে দিল। তরুণের ভাবগতিক দেখে নেটপাড়ার একাংশ তাঁকে প্রাক্তন প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। আবার কেউ কেউ লিখেছেন, ‘‘যে সম্পর্ক থেকে এক বার বেরিয়ে গিয়েছেন, তাতে আর না জড়ানোই ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement