ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাবা-মায়ের সঙ্গে শপিং মলে ঘুরতে গিয়েছিল খুদে। হঠাৎ একটি কাপড়ের দোকানের সামনে ছুটে গেল সে। দোকানের সামনে রংবেরঙের জামাকাপড় পরিয়ে সাজানো রয়েছে পুতুলগুলি। সেগুলি দেখে হঠাৎ ঝুঁকে পড়ল শিশুকন্যা। তার পর একে একে সব ক’টি পুতুলকে প্রণাম করতে শুরু করল সে। মেয়ের কাণ্ড দেখে হেসে লুটিয়ে পড়লেন তাঁর বাবা-মা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দিভু_অ্যান্ড_মম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাচ্চা মেয়ে শপিং মলের সামনে দৌড়োদৌড়ি করছে। শপিং মলের কাপড়ের দোকানের সামনে সারি দিয়ে ‘ম্যানিকুইন’ রাখা ছিল। কোনও পুতুলকে দাঁড় করিয়ে, কোনও পুতুলকে বসিয়ে রেখেছিলেন দোকানের কর্মীরা।
এত পুতুল দেখে তাদের বয়োজ্যেষ্ঠ ভেবে ভুল করে ফেলল খুদে। দৌড়ে গিয়ে সকল পুতুলকে এক এক করে প্রণাম করতে শুরু করে দিল সে। সব পুতুলকে প্রণাম করা হয়ে গেলে আবার বাবা-মায়ের কাছে ফিরে গেল সে। ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাবা-মা যে বড়দের যথেষ্ট সম্মান করতে শিখিয়েছেন, তা শিশুর সংস্কার দেখেই বোঝা যাচ্ছে। বড্ড সরল মন নিয়ে প্রণাম করে ফেলেছে। খুব মিষ্টি মেয়ে। অনেক আদর রইল ওর জন্য।’’