ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সমুদ্রপৃষ্ঠে বালির উপর শুয়ে বিশ্রাম করছিল একটি স্ত্রী হাঙর। তাকে একা দেখে সে দিকে সাঁতার কেটে গেল দু’টি পুরুষ হাঙর। দু’টি হাঙরের মনেই সঙ্গমের তীব্র ইচ্ছা জেগেছে। কিন্তু তাদের কামনার পাত্রী একই। সেই সমস্যারও সমাধান করে ফেলল দুই পুরুষ। একসঙ্গে তিনটি হাঙরই সঙ্গমে লিপ্ত হবে! তবে তার জন্য অনুমতি চাই স্ত্রী হাঙরের। দেড় ঘণ্টা ধরে স্ত্রী হাঙরের কাছে অনুনয়-বিনয় করল দুই পুরুষ হাঙর।
দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করানোর পর মন গলল স্ত্রী হাঙরের। একত্রে সঙ্গমে লিপ্ত হতে রাজি হল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইউনিভার্সিটি অফ দ্য সানশাইন কোস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় তিনটি ‘লিওপার্ড শার্ক’ (বিশেষ প্রজাতির হাঙর)কে একসঙ্গে দেখা যাচ্ছে। স্ত্রী হাঙরের দু’দিকের বক্ষপাখনা কামড়াচ্ছে দু’টি পুরুষ হাঙর। আক্রমণের জন্য নয়, স্ত্রী হাঙরের সঙ্গে মিলিত হতে চায় তারা। তাই বক্ষপাখনা ধরে অনুনয়-বিনয় করে চলেছে দুই পুরুষ সঙ্গী। এই ঘটনাটি নিউ ক্যালেডোনিয়ার কাছ থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত নুমেয়ায় ঘটেছে।
তিনটি হাঙরের সঙ্গমের দৃশ্য অত্যন্ত বিরল বলে দাবি করেছেন গবেষকেরা। দেড় ঘণ্টা ধরে স্ত্রী হাঙরের বক্ষপাখনা কামড়ে তাকে রাজি করানোর চেষ্টা করছিল দুই পুরুষ হাঙর। সেই চেষ্টায় সফলও হল তারা। কিন্তু মিলনের আরাম পেল মাত্র দু’মিনিট।
প্রথম ধাপে ৬৩ সেকেন্ড এবং দ্বিতীয় ধাপে ৪৭ সেকেন্ড সঙ্গমে লিপ্ত হল তিনটি হাঙর। মোট ১১০ সেকেন্ড ধরে মিলনপর্ব চলল তাদের। মিলনের পরেই ক্লান্ত হয়ে পড়ল দুই পুরুষ হাঙর। সমুদ্রপৃষ্ঠের উপরেই শুয়ে পড়ল তারা। পুরুষ হাঙরের হাত থেকে ছাড়া পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি সাঁতার কেটে অন্য দিকে চলে গেল সেই স্ত্রী হাঙর।