ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তার এক ধার দিয়ে মনের আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছিল একটি শিম্পাঞ্জি। উল্টো দিক থেকে বাইক চালিয়ে আসছিলেন এক তরুণ। পিছনে বসেছিলেন আরও দুই আরোহী। শিম্পাঞ্জিটিকে দেখে তাঁরা ফোন বার করে ছবি, ভিডিয়ো তুলতে শুরু করে দেন। তাঁদের হাবভাবে প্রচণ্ড বিরক্ত হয়ে যায় শিম্পাঞ্জি। লাফ দিয়ে পিছনে বসে থাকা তরুণী আরোহীর মাথায় চড় মারে সে। টাল সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যান সেই তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিসমার্ক_গাইড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি শিম্পাঞ্জি লাফ দিয়ে এক বাইক আরোহীর মাথায় চড় মারে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে রাস্তায় পড়ে যান সেই তরুণী। এই ঘটনাটি উগান্ডায় ঘটেছে। রাস্তার ধার দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ।
পিছনে ছিলেন আরও দুই আরোহী। তিন জনের মধ্যে কারও মাথায় হেলমেট ছিল না। বাইকের সামনে দিয়ে একটি শিম্পাঞ্জি লাফাতে লাফাতে যাচ্ছিল। তা দেখে দুই বাইক আরোহী ফোন বার করে ছবি এবং ভিডিয়ো তুলতে শুরু করেন ওই শিম্পাঞ্জির। আরোহীদের এই আচরণ মোটেই ভাল লাগেনি শিম্পাঞ্জিটির।
লাফ দিয়ে তরুণী আরোহীর মাথায় চড় মেরে সেখান থেকে পালিয়ে গেল সে। তরুণী ভয় পেয়ে এমন চমকে উঠলেন যে, বাইক সামলাতে বেগ পেতে হয়েছিল চালককে। টাল সামলাতে না পেরে বাইক থেকে সোজা রাস্তায় উল্টে পড়ে গেলেন তরুণী। কিছু দূর এগিয়ে গিয়ে আবার থেমে গেল শিম্পাঞ্জিটি।
সে কী কাণ্ড ঘটিয়ে ফেলেছে তা ঘাড় ঘুরিয়ে এক বার দেখেও নিল। রাস্তার অন্য দিকে একটি গাড়ি দাঁড় করানো ছিল। সেই গাড়িতে বসে এক ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছোটে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিল বলেই মনে হয় শিম্পাঞ্জি এমন ভাবে শাস্তি দিল।’’