Viral Video

সহকারী শিক্ষকের বিরুদ্ধে নালিশ করতে গিয়ে ধমক খেয়ে অফিসারকেই মারধর প্রধানশিক্ষকের! উত্তরপ্রদেশের ভিডিয়ো ভাইরাল

ব্রিজেন্দ্রের দাবি, উপরমহলের সঙ্গে যোগাযোগ থাকায় প্রতিপত্তি খাটিয়ে প্রধানশিক্ষকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করে বসেন সহকারী শিক্ষক। সেই অভিযোগের ভিত্তিতে ব্রিজেন্দ্রের ডাক পড়ে বেসিক শিক্ষা আধিকারিকের (বিএসএ) দফতরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সহকারী শিক্ষকের গাফিলতি নজরে পড়লে তাঁর বিরুদ্ধে নোটিস জারি করেছিলেন সেই স্কুলের প্রধানশিক্ষক। কিন্তু প্রতিবাদ জানানোই কাল হল। সহকারী শিক্ষক তাঁর প্রতিপত্তি খাটিয়ে প্রধানশিক্ষকের বিরুদ্ধেই অভিযোগ করে বসলেন। তাই সাবধান করার জন্য অফিসে ডেকে পাঠানো হয়েছিল প্রধানশিক্ষককেই। তিনি যেন সীমা অতিক্রম করে না বসেন, তা নিয়ে সতর্ক করছিলেন এক অফিসার।

Advertisement

অফিসারের কথা শুনে চটে গেলেন প্রধানশিক্ষক। পরনের বেল্ট খুলে অফিসারকে সকলের সামনে উত্তম-মধ্যম দিতে শুরু করলেন তিনি। অশান্তি তুঙ্গে পৌঁছোলে অফিসের অন্য কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি অফিসে ঢুকে অশান্তি করছেন। অফিসারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লে রাগ সামলাতে না পেরে পরনের বেল্ট খুলে অফিসারকে মারধর করতে শুরু করেন তিনি। অফিসার ফোন করে পুলিশের সাহায্য নিতে গেলে ফোনটিও ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেন ওই ব্যক্তি। এই ঘটনাটি উত্তরপ্রদেশের সীতাপুরের মহমুদাবাদ এলাকায় ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম ব্রিজেন্দ্রকুমার বর্মা। সেখানকার প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষক তিনি। স্কুলের এক সহকারী শিক্ষকের গাফিলতি নজরে পড়ায় তাঁর বিরুদ্ধে নোটিস জারি করেছিলেন ব্রিজেন্দ্র। ব্রিজেন্দ্রের দাবি, উপরমহলের সঙ্গে যোগাযোগ থাকায় প্রতিপত্তি খাটিয়ে প্রধানশিক্ষকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করে বসেন সেই সহকারী শিক্ষক।

সেই অভিযোগের ভিত্তিতে ব্রিজেন্দ্রের ডাক পড়ে বেসিক শিক্ষা আধিকারিকের (বিএসএ) দফতরে। দফতরে যাওয়ার পর সেখানকার এক অফিসারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ব্রিজেন্দ্র। ভবিষ্যতে ব্রিজেন্দ্র যেন এই ধরনের কোনও পদক্ষেপ না করেন, তা নিয়ে সতর্ক করছিলেন অফিসার।

অফিসারের কথায় খেপে যান ব্রিজেন্দ্র। পরনের বেল্ট খুলে অফিসারকে সকলের সামনেই বেধড়ক মারতে শুরু করেন তিনি। পুলিশকে খবর দিতে তৎপর হলে অফিসারের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়েও ছুড়ে ফেলে দেন ব্রিজেন্দ্র। পরে অফিসের অন্য কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সূত্রে খবর, সেই প্রধানশিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement