ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কাঠের গুঁড়ির উপর একেবারে পিঠ সোজা করে বসে রয়েছে একটি ভালুক। সামনের দুই পা লম্বা করে হাঁটু ভেঙে বসেছিল সে। কিন্তু তার দৃষ্টি ছিল অন্য দিকে। ভালুকের সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। কাঠের টুকরোয় মধু মাখাচ্ছিলেন তিনি। ভালুকের নজর ছিল সে দিকেই। ভালুকটিকেই ওই ব্যক্তি মধু খাওয়াতে আসছেন বুঝতে পেরে আনন্দে হাততালি দিয়ে উঠল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ থেকে একটি ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ভালুক হাঁটু ভেঙে কাঠের গুঁড়ির উপর বসে রয়েছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। কাঠের টুকরোয় মধু মাখাচ্ছিলেন তিনি। প্রিয় খাবার দেখে চোখ দু’টি গোল গোল হয়ে গেল ভালুকের।
ওই ব্যক্তি মধু হাতে তার দিকেই এগিয়ে আসছেন দেখে মন গলে গেল তার। আনন্দ আর ধরে রাখতে পারল না ভালুকটি। সামনের দুই পা তুলে হাততালি দিতে শুরু করল সে। তার পর ওই ব্যক্তি মধু নিয়ে ভালুকের কাছে গিয়ে তাকে আদর করতে শুরু করলেন। ভালুকটিও মন ভরে আদর খেল। তার পর গপ করে মধু গিলে ফেলতে দেখা গেল তাকে। মনপসন্দ খাবার পেয়ে আরও খুশি হয়ে গেল ভালুকটি।