(এআই সহায়তায় প্রণীত)
ট্রেনে সফর করছিলেন এক তরুণী। ট্রেনে চাপার কিছু ক্ষণ পর তরুণীর কামরায় টিকিট পরীক্ষক আসেন। তরুণীর টিকিট পরীক্ষা করার সময় তাঁর দিকে তাকিয়ে মিষ্টি হাসি হাসেন তিনি। তখন বিষয়টিতে তেমন আমল না দিলেও পরে নিজের ফোন দেখে চমকে যান তরুণী যাত্রী। তাঁকে ইনস্টাগ্রামে অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন অচেনা তরুণ। সেই তরুণ আর কেউ নন, ট্রেনের টিকিট পরীক্ষক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সে কথা জানিয়ে তরুণী একটি পোস্ট করেছেন।
‘আর/ইন্ডিয়ানরেলওয়েজ়’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে এক তরুণী তাঁর ট্রেন সফরের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কয়েক দিন আগে ট্রেনে সফর করছিলেন তরুণী। তিনি যে কামরায় আসন সংরক্ষণ করেছিলেন, সেই কামরায় টিকিট পরীক্ষা করতে এসেছিলেন এক তরুণ টিকিট পরীক্ষক। তরুণীর টিকিট পরীক্ষা করে সেখান থেকে চলে যান তিনি। কিছু ক্ষণ পর তরুণীর ফোনে একটি সূচনা আসে।
তিনি দেখেন, ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে বন্ধুত্ব করতে চান এক অপরিচিত তরুণ। তরুণের ছবি দেখে চমকে যান তরুণী। এই তরুণ তো একেবারেই অচেনা নন। বরং কিছু ক্ষণ আগে তিনিই তরুণীর টিকিট পরীক্ষা করে গিয়েছেন। তরুণীর দাবি, টিকিট পরীক্ষক ট্রেনের যাত্রিতালিকা দেখে তাঁর নাম খুঁজে পেয়েছেন।
তার পর ইনস্টাগ্রামে সেই তরুণীর অ্যাকাউন্ট খুঁজে তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তিনি। টিকিট পরীক্ষকের এই দুঃসাহস দেখে রাগে ফেটে পড়েন তরুণী যাত্রী। ঘটনার উল্লেখ করে তিনি নেটাগরিকদের কাছে জানতে চান যে, অন্য কেউ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা। তরুণীকে কয়েক জন নেটাগরিক পরামর্শ দিয়েছেন, তিনি যেন টিকিট পরীক্ষককে সমাজমাধ্যমে ব্লক করে দেন।