ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পরিবার নিয়ে প্রথম শ্রেণির এসি কামরায় যাত্রা করছিলেন তরুণ। অভিযোগ, এসি কামরায় উঠে নাকি চাদর চুরি করেছেন তিনি। টিকিট পরীক্ষকের হাতে ধরাও পড়ল সেই চুরি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ধরা পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বাপিসাহু’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্টেশনের প্ল্যাটফর্মে বসে এক তরুণী তাঁর ব্যাগ খুলছেন এবং একের পর এক সাদা চাদর বার করে বাইরে রাখছেন। অভিযোগ, দিল্লি থেকে পুরীগামী পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনে পরিবার-সহ উঠেছিলেন এক তরুণ। প্রথম শ্রেণির এসি কামরায় সকলের টিকিট কাটা ছিল।
গন্তব্যে নামার আগে এসি কামরা থেকে চাদর চুরি করে ব্যাগে ভরে নেয় তরুণের পরিবার। প্ল্যাটফর্মে দুই টিকিট পরীক্ষক তাঁদের ব্যাগ তল্লাশি করতে চান। তখনই ব্যাগ থেকে বেরিয়ে পড়ে চুরি করা চাদর। টিকিট পরীক্ষক যখন জরিমানা দেওয়ার কথা জানান তখন ঘাবড়ে যান তরুণ।
তরুণ যাত্রীর দাবি, ভুল করে চাদরগুলি ব্যাগে ঢুকিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু টিকিট পরীক্ষকেরা তাঁর কথা শুনতে নারাজ। সেখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘এসি কামরায় যাত্রা করার মতো টাকা রয়েছে, কিন্তু চাদর কেনার পয়সা নেই?’’