Viral Video

দোকান থেকে ইয়া বড় মাছ চুরি! ধরা পড়তেই ‘চুরির জিনিস’ ছেড়ে লেজ গুটিয়ে পালাল বিড়াল, ভাইরাল ভিডিয়ো

একটি পাত্রের ধার দিয়ে মাছের লেজের অংশ বেরিয়ে ছিল। তা দেখতে পেয়ে মাছের লেজে কামড় বসাল বিড়ালটি। অনেক কষ্ট করে দু’পায়ে দাঁড়িয়ে মস্ত বড় মাছটি পাত্র থেকে বার করতে সক্ষম হল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দোকানে সারি সারি সাজানো মাছ। তা দেখেই জিভ থেকে জল ঝরতে লাগল একটি বিড়ালের। কী ভাবে মাছ চুরি করা যায়, মনে মনে সেই ফন্দি আঁটছিল সে। অবশেষে উপায়ও বার করে ফেলল বিড়ালটি। দোকানে মাছভর্তি একটি পাত্রের দিকে তাকিয়ে দেখল, সেখান থেকে মাছটির লেজটি বেরিয়ে রয়েছে। তা দেখেই সে দিকে ছুটল বিড়ালটি।

Advertisement

মাছের লেজে কামড় বসিয়ে চলল ‘যুদ্ধ’। ‘চুরি’ করে আবার ধরাও পড়ে গেল সে। তখন মাছ ফেলে লেজ গুটিয়ে পালাল বিড়ালটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ফেরিতোকটায়৭২৩১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দোকান থেকে মাছ চুরি করে পালাচ্ছে একটি বিড়াল। মাছ নিয়ে পালানোর সময় ধরাও পড়ে যায় সে। তৎক্ষণাৎ মাছ ফেলে রেখে সেখান থেকে পালিয়ে গিয়ে আবার সাধু সাজার ভান করে বিড়ালটি। আসলে, দোকানে পাত্রের মধ্যে প্রচুর মাছ বিক্রির জন্য সাজানো ছিল।

Advertisement

প্রতিটি পাত্রের উপর কাচের ঢাকনা দেওয়া ছিল। সেই ঢাকনা সরিয়ে মাছ নিলেই ধরা পড়ে যেতে পারে বিড়ালটি। তাই অন্য ফন্দি এঁটে ফেলল সে। একটি পাত্রের ধার দিয়ে মাছের লেজের অংশ বেরিয়ে ছিল। তা দেখতে পেয়ে মাছের লেজে কামড় বসাল বিড়ালটি। অনেক কষ্ট করে দু’পায়ে দাঁড়িয়ে মস্ত বড় মাছটি পাত্র থেকে বার করতে সক্ষম হল সে। তার পর টানতে টানতে ‘চুরির জিনিস’ নিয়ে অন্য দিকে যাচ্ছিল বিড়ালটি।

বিড়ালের কাণ্ডকারখানা দূরে দাঁড়িয়ে ভিডিয়ো করছিলেন এক ব্যক্তি। বিড়ালটি যখন মাছটি সরাতে ব্যস্ত, তখন মোবাইল হাতে তার সামনে দাঁড়িয়ে পড়লেন ওই ব্যক্তি। হাতেনাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে দেখে মাছটি সেখানে ফেলেই দৌড় দিল বিড়ালটি। ওই ব্যক্তিও দৌড়লেন বিড়ালের পিছনে। পরে বিড়ালটি আবার সাধু সেজে গোল গোল চোখে ওই ব্যক্তির দিকে তাকিয়ে রইল। বিড়ালের হাবভাব দেখে মনে হল, ভাজা মাছটি উল্টে খেতে জানে না সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement