ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বহু বছর আগে একটি শাস্ত্রীয় সঙ্গীত শুনেছিলেন তরুণ। তার পর সেই সুর তরুণের মন ছুঁয়ে গিয়েছে। তাই সুযোগ পেতেই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা চালু করে বসে পড়লেন তিনি। পছন্দের ঠুংরি পরিবেশন করে গানের সেই ভিডিয়োটি পোস্ট করলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় গানের সেই ভিডিয়োটিই ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) যা শুনে মুগ্ধ হয়ে গিয়েছে সমগ্র নেটপাড়া।
‘এরিকওডালি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিদেশি তরুণ সোফায় বসে ঠুংরি পরিবেশন করছেন। আমেরিকার বাসিন্দা সেই তরুণ। এক দশক আগে সেই ঠুংরিটি শুনেছিলেন তিনি। শোনার পর তা মন ছুঁয়ে গিয়েছে তরুণের।
কাফি রাগের বন্দিশে ‘আজ খেলো শাম সঙ্গ হরি’ এত সুন্দর ভাবে গাইলেন যে, বিদেশি তরুণের কণ্ঠে এই গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘বিদেশি হয়েও যে এত নিপুণ ভাবে, মনোযোগ সহকারে ঠুংরি গেয়েছেন তা-ই প্রশংসার্হ।’’ আবার এক জন লিখেছেন, ‘‘ভারতের শাস্ত্রীয় সঙ্গীতকে এই তরুণ যথেষ্ট শ্রদ্ধা করেন। তাঁর সুরেই শ্রদ্ধা-ভালবাসা ফুটে উঠেছে।’’