Viral Video

খেতে খেতে বেলা হল সারা! পাত থেকে চিকেনের লেগ পিস তুলে পার্সে ভরলেন তরুণী, বিয়েবাড়ির ভিডিয়ো ভাইরাল

তরুণী শাড়ি পরে, সাজগোজ করে বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। পাত পেড়ে খেতে বসেছিলেন তিনি। কিন্তু সব খাবার শেষ করার আগেই পেট ভরে গেল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়েবাড়ির অনুষ্ঠানে অতিথি হিসাবে গিয়েছিলেন তরুণী। পাত পেড়ে খেতে বসেছিলেন তিনি। কিন্তু সব খাবার শেষ করতে পারলেন না। এ দিকে চিকেনের টুকরোটি পাতে রেখে উঠে যেতে পারছিলেন না। তাই লেগ পিসটি ন্যাপকিনে মুড়ে নিজের পার্সে ভরে নিলেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এজাজ কওসর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী শাড়ি পরে, সাজগোজ করে বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। পাত পেড়ে খেতে বসেছিলেন তিনি। কিন্তু সব খাবার শেষ করার আগেই পেট ভরে গেল তাঁর।

এ দিকে তাঁর পাতে তখনও পড়ে রয়েছে চিকেনের আস্ত একটি লেগ পিস। তা প্রাণ থেকে ছাড়তে পারছিলেন না তিনি। তাই মাংসের টুকরোটি ন্যাপকিনে মুড়ে পার্সে ভরে দিলেন তরুণী। এই দৃশ্যটি এক প্রত্যক্ষদর্শী তাঁর ক্যামেরায় বন্দি করেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হাসাহাসি শুরু হয়ে যায় নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বাবা-মায়ের আদুরে কন্যা আর খেতে পারছে না! আহা রে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement