ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিদেশে গিয়ে নৌকাবিহারের শখ জেগেছিল তরুণীর। শখপূরণ করতে অন্য পর্যটকদের সঙ্গে নৌকায় চেপে বসেছিলেন তিনি। যাত্রাপথে সেতুর তলা দিয়ে যাওয়ার সময় তরুণী হঠাৎ দাঁড়িয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে নৌকায় উল্টে পড়ে যান তিনি। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বেলজিয়ামের ব্রুজেস শহরে এই ঘটনাটি ঘটেছে। সেখানে গিয়ে নৌকাবিহার করছিলেন এক তরুণী। সেতুর তলা দিয়ে নৌকা এগোচ্ছিল। তার আগে নৌকায় উপস্থিত অন্য পর্যটকেরা তাঁদের মাথা নীচু করে ফেলেছিলেন। সেতুর মুখে প্রবেশ করার আগে দুই তরুণী দাঁড়িয়ে তাঁদের বসার জায়গা পরিবর্তন করছিলেন।
এক তরুণী চটজলদি বসে পড়লেও অন্য তরুণী পড়লেন বিপদে। নৌকা যে কয়েক মুহূর্তের মধ্যে সেতুর মুখে প্রবেশ করবে, তা টের পেলেন না তরুণী। তিনি দাঁড়িয়েই রইলেন। ফলে সেতুর সঙ্গে ধাক্কা লেগে নৌকায় ছিটকে পড়লেন তিনি। মাথায় হাত রেখে শুয়ে পড়লেন নৌকার মধ্যেই। অন্য সহযাত্রীরা তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। নৌকাটি ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল বলে মাথায় আঘাত পেলেও গুরুতর জখম হননি তরুণী।