Bizarre

একই সঙ্গে দুই প্রিয় বান্ধবীর প্রেমে হাবুডুবু! কারও মন না ভেঙে দুই তরুণীকেই বিয়ে করলেন তরুণ

দু’জনেই প্রিয় বান্ধবী ছিলেন ওয়াসিমের। বন্ধুত্বের পাশাপাশি দুই প্রিয় বান্ধবীর জন্য মনে অফুরান ভালবাসাও জেগেছিল ওয়াসিমের। শিফা এবং জন্নতও তাঁদের প্রিয় বন্ধু ওয়াসিমকে ভালবেসে ফেলেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৪:১০
Share:

(এআই সহায়তায় প্রণীত)

বহু বছর ধরে বন্ধুত্ব রয়েছে তিন জনের। দুই প্রিয় বান্ধবীকে ভালওবাসতেন তরুণ। সেই ভালবাসা যদিও একতরফা ছিল না। তরুণকে মনে মনে জীবনসঙ্গী হিসাবে কল্পনা করেছিলেন ওই দুই বান্ধবীও। তিন জনেই পরস্পরের অনুভূতি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। সম্পর্ককে বিয়ের পরিণতি দিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু জীবনসঙ্গিনী হিসাবে যে কোনও এক জনকে নির্বাচন করা কঠিন হয়ে পড়ছিল তরুণের। তাই একই মণ্ডপে দুই প্রিয় বান্ধবীর সঙ্গে বিয়ে সেরে ফেললেন তরুণ।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনাটি কর্নাটকের চিত্রদুর্গ জেলার হোরাপেট এলাকায় ঘটেছে। ২৫ বছর বয়সি তরুণের নাম ওয়াসিম শেখ। তাঁর দুই বান্ধবী ওরফে জীবনসঙ্গিনীর নাম যথাক্রমে শিফা শেখ এবং জন্নত মখন্দর। শিফা এবং জন্নতের সঙ্গে ওয়াসিমের বন্ধুত্ব বহু বছরের। দু’জনেই প্রিয় বান্ধবী ছিলেন ওয়াসিমের।

বন্ধুত্বের পাশাপাশি দুই প্রিয় বান্ধবীর জন্য মনে অফুরান ভালবাসাও জেগেছিল ওয়াসিমের। শিফা এবং জন্নতও তাঁদের প্রিয় বন্ধু ওয়াসিমকে ভালবেসে ফেলেছিলেন। তিন বন্ধুই তাঁদের অনুভূতি সম্পর্কে জানতেন। কিন্তু কখনও তাঁদের মধ্যে কোনও রকম অশান্তি হয়নি। বহাল তবিয়তে চলেছিল তাঁদের ত্রিমাত্রিক প্রেম। সেই প্রেমকেই বিয়ের পরিণতি দিলেন তাঁরা। বৃহস্পতিবার দুই প্রিয় বান্ধবীকে বিয়ে করলেন ওয়াসিম। বন্ধুত্ব-ভালবাসায়-বোঝাপড়ায় তাঁরা তিন জন সংসার করবেন বলে প্রতিশ্রুতি নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement