ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পাকা রাস্তা পেরিয়ে জঙ্গলের এক দিক থেকে অন্য দিকে যাচ্ছিল হাতির দল। কিন্তু জঙ্গলের ঘাসজমি থেকে উপরে পা তুলে কোনও ভাবেই আর উঁচু রাস্তার নাগাল পাচ্ছিল না হাতির একটি ছোট্ট শাবক। দলের সকলে এগিয়ে গেলেও সন্তানের জন্য দাঁড়িয়ে পড়ল মা হাতি। আবার পাকা রাস্তা ছেড়ে ঘাসজমিতে নেমে শাবকটিকে ঠেলে উপরে তুলল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
পরভীন কাসওয়ান নামের এক আইএফএস আধিকারিক তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক হস্তীশাবক রাস্তা পার করতে গিয়ে মুশকিলে পড়ে গিয়েছে। জঙ্গলের নীচু ঘাসজমি ছেড়ে আর অত উঁচুতে পা ফেলতে পারছে না সে। জঙ্গলের এক দিক থেকে অন্য দিকে রাস্তা পার করে ফেলেছে হাতির দল।
শাবকের জন্য দাঁড়িয়ে থাকল শুধু তার মা। সন্তানকে সাহায্য করতে মা হাতি রাস্তা ছেড়ে নেমে পড়ল নীচে। দলের অন্য একটি হাতিও দাঁড়িয়ে পড়ল রাস্তায়। পিছন থেকে হস্তীশাবককে শুঁড় দিয়ে ঠেলে কোনও রকমে রাস্তায় তুলে দিল মা হাতি। হাতির শাবকটিও হামাগুড়ি দিয়ে যারপরনাই চেষ্টা করে অবশেষে পাকা রাস্তায় উঠতে পারল। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘সন্তানের সব রকম বিপদে-আপদে মায়েরাই পাশে থাকে। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’