Bizarre

ছেলের জামা থেকে মহিলাদের সুগন্ধির ঘ্রাণ! সন্দেহ হতেই গোয়েন্দাগিরি করে সত্য জানলেন মা, তার পর…

ছেলের জামা থেকে মহিলাদের সুগন্ধির ঘ্রাণ পেয়েছিলেন তিনি। সন্দেহ জাগতে থাকে তরুণের মায়ের। তাঁর আদরের পুত্র আদৌ সত্য বলছেন কি না তা খতিয়ে দেখতে ছেলের বন্ধুবান্ধবের কাছে খোঁজখবর নিতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৬:০৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

পরীক্ষার প্রস্তুতি নিতে বাড়ি গিয়েছিলেন ২১ বছরের তরুণ। বাবা-মা, বোনের সঙ্গে বাড়িতেই অধিকাংশ সময় ছিলেন তিনি। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় তাঁর। প্রেমিকাকে মনের ইচ্ছা জানাতেই দু’জনে কয়েক ঘণ্টার জন্য দেখা করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার নাম করে প্রেমিকার সঙ্গে দেখা করতে বেরিয়ে গিয়েছিলেন তরুণ। বহু দিন পর প্রেমিকার সঙ্গে দেখা হওয়ায় তাঁকে আদর করে জড়িয়ে ধরেছিলেন তিনি।

Advertisement

কিন্তু সত্য গোপন করার পরেও বাড়িতে ফিরে মায়ের কাছে ধরা পড়ে যান তরুণ। ছেলের জামা থেকে মহিলাদের সুগন্ধির সুবাস ভেসে আসছে দেখে গোয়েন্দাগিরি শুরু করে দেন তরুণের মা। তার পর ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তরুণকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ঘটনার উল্লেখ করে পোস্ট করেছেন তরুণ (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘আর/টোয়েন্টিজ়ইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। নামোল্লেখ না করে তরুণ তাঁর জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ২১ বছর বয়সি তরুণের দাবি, গত দু’-এক মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলেন তিনি। খুব বড় শহরে বাড়ি নয় তরুণের। তাই কোনও উৎসব উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজনও করা হয় না সেই এলাকায়। সম্প্রতি তাঁর শহরে ডান্ডিয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Advertisement

খবরের কাগজে তার বিজ্ঞাপন দেখে সেখানেই প্রেমিকাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ। বহু দিন বাদে প্রেমিকার সঙ্গে দেখা হবে ভেবে উচ্ছ্বসিত ছিলেন তিনি। সন্ধ্যা ৭টায় সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন তরুণ। তিনি যে সম্পর্কে রয়েছেন, সে কথা বাড়ির কেউ জানতেন না। মাকে অবশ্য জানিয়েছিলেন যে, বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে যাচ্ছেন তিনি। প্রেমিকার সঙ্গে বহু দিন পর দেখা হয়েছিল বলে আদর করে অনেক ক্ষণ তাঁকে বুকে জড়িয়ে রেখেছিলেন তরুণ।

সন্ধ্যা ৭টায় বেরিয়ে রাত সাড়ে ১০টায় বাড়ি ফিরেছিলেন তরুণ। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই ছেলেকে পাকড়াও করেছিলেন তাঁর মা। ছেলের জামা থেকে মহিলাদের সুগন্ধির ঘ্রাণ পেয়েছিলেন তিনি। সন্দেহ জাগতে থাকে তরুণের মায়ের। তাঁর আদরের পুত্র আদৌ সত্য বলছেন কি না তা খতিয়ে দেখতে ছেলের বন্ধুবান্ধবের কাছে খোঁজখবর নিতে শুরু করেন। তরুণের বন্ধুরা ‘সত্যবাদী যুধিষ্ঠির’ সেজে সত্যি কথাই বলে ফেলেন। ছেলে যে কোনও নারীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরেছেন, তা স্পষ্ট টের পান তাঁর মা। বিষয়টি জলের মতো পরিষ্কার করে দেন তরুণের ১৭ বছর বয়সি বোন।

সে হঠাৎ বলে ওঠে, ‘‘কয়েক দিন আগে দাদাকে তো ফোনে কোনও মেয়ের সঙ্গে কথা বলতে শুনেছিলাম।’’ তরুণের ফোনের পাসওয়ার্ড জানত তাঁর বোন। পাসওয়ার্ড দিয়ে ফোনের ‘তালা’ খুলে প্রেমিকার সঙ্গে তোলা দাদার সব ছবি মাকে দেখিয়ে দেয় কিশোরী। সত্য জানার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তরুণের মায়ের। সকলের সামনে কান্নাকাটি জুড়ে দেন তিনি। ছেলে প্রেম করছেন জেনে তাঁর গালে কষিয়ে চড় মারেন তাঁর বাবা। এমনকি, তরুণের প্রেমিকার ফোন নম্বর চেয়ে তাঁকে বকাবকিও করতে চেয়েছিলেন তরুণের বাবা-মা। তরুণ যদিও তাঁর প্রেমিকার ফোন নম্বর দেননি। তবে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর রেগে গিয়েছেন তিনি।

তরুণ লিখেছেন, ‘‘আমার কোনও ভাল বন্ধু নেই যার কাছে আমার পরিস্থিতির কথা বলে একটু হালকা হব। দমবন্ধ লাগছে এই পরিবেশে থাকতে। আমি প্রাপ্তবয়স্ক। প্রেম করার সিদ্ধান্ত তো আমি নিতেই পারি। এক বার রোজগার শুরু করি, তার পর বাড়ি ছেড়ে চলে যাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement